Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেখুন পরীক্ষায় আমরা কিভাবে ফাঁদে পা দেই, ভুল করি!

প্রকাশিত: ৪ ডিসেম্বার ২০১৭, ০৮:৩৯

লাইভ প্রতিবেদক : বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় নানা প্রশ্নফাঁদ থাকে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সেই ফাঁদ থেকে আমরা রক্ষা পেতে পারি। প্রশ্নের উত্তর দেয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে উত্তর দিন। নয়তো ফাঁদে পা দিয়ে ভুল করবেন হামেশাই :

ফাঁদ এবং ব্যাখ্যাসহ ব্যাখ্যাসহ উত্তর দেখুন .....
১ প্রশ্ন : বর্ণবাদ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা যে দেশের মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করে -
ক. কেনিয়া
খ. নাইজেরিয়া
গ. ভারত
ফাঁদ : কেনিয়া, নাইজেরিয়া
উত্তর : ভারত
ব্যাখ্যা :
১৯৫৬ সালে 'বর্ণবাদ আইনে' দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করা হয়েছিল।

২. প্রশ্ন : বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৮
খ. ৫৮
গ. ১৫০
ফাঁদ : ৪৮ টি = স্বল্পোন্নত দেশ বা এলডিসি
উত্তর : ১৫০ টি = উন্নয়নশীল দেশ
ব্যাখ্যা :
৪৮ টি = স্বল্পোন্নত দেশ বা এলডিসি
১৫০ টি = উন্নয়নশীল দেশ।

IMF এর মতে বিশ্বে উন্নয়নশীল দেশ ১৫০ টি। সর্বাধিক উন্নয়নশীল দেশ = চীন

৩. প্রশ্ন : জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (১৯৫৬) গঠিত হয় কোন ইস্যুতে?
ক. সুয়েজ খাল
খ. কোরীয় যুদ্ধ
গ. ভিয়েতনাম যুদ্ধ
ঘ. ২য় বিশ্বযুদ্ব
ফাঁদ : ২য় বিশ্বযুদ্ব
উত্তর : সুয়েজ খাল
ব্যাখ্যা : জাতিসংঘ = ২য় বিশ্বযুদ্বের পর 'বিশ্বশান্তির' জন্য গঠিত হয়।
শান্তিরক্ষা বাহিনী = ১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট ইস্যুতে গঠিত হয়।

৪. প্রশ্ন : রাশিয়া-আমেরিকা পারমানবিক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কোন ইস্যুতে?
ক. কোরীয় যুদ্ধ ইস্যুতে
খ. ভিয়েতনাম যুদ্ধ ইস্যুতে
গ. কিউবার মিসাইল সংকট ইস্যুতে
ফাঁদ : কোরীয় যুদ্ধ ইস্যুতে
উত্তর : কিউবার মিসাইল সংকট ইস্যুতে

ব্যাখ্যা : ১৯৬২ সালে কিউবায় রাশিয়া কর্তৃক ক্ষেপনাস্ত্র বসানোকে কেন্দ্র করে রাশিয়া-আমেরিকার মধ্যে ‘পারমানবিক যুদ্ধের’ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল ।

৫. প্রশ্ন : 'এক দেশ এক সমাজতন্ত্র' কোথায় ছিল ?
ক. হংকং
খ. রাশিয়া
গ. চীন-হংকং
ঘ. চীন
ফাঁদ : চীন
উত্তর : রাশিয়া
ব্যাখ্যা : এক দেশ দুই নীতি (দেং জিয়াওপিং) = চীন
এক দেশ এক সমাজতন্ত (স্ট্যালিন) = রাশিয়া
ব্যাখ্যা : চীন = সমাজতান্ত্রিক আর হংকং = পুঁজিতান্ত্রিক দেশ। তাই ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে আসলে হংকং এর 'পুজিতন্ত্রকে' টিকিয়ে রাখার জন্য 'এক দেশ দুই নীতি' চালু করা হয়। এই নীতির মেয়াদ (১৯৯৭-২০৪৭)।

৬. প্রশ্ন : ১৯৫৫ NAM এর বান্দুং সম্মেলনে গৃহীত হয় -
ক. ৫ টি নীতি
খ. ৮ টি নীতি
গ. ১০ টি নীতি
ফাঁদ : ৫ টি নীতি
উত্তর : ১০ টি নীতি
ব্যাখ্যা : ৫ টি নীতি = পঞ্চশীল নীতি = ন্যাম এর সদস্য 'চীন-ভারত সম্পর্ক' নির্ণয়ের নীতি।
১০ টি নীতি = ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে (১৯৫৫) ন্যাম গঠনে গৃহীত হয়।

৭. প্রশ্ন : শেতাঙ্গ শাসনের অবসানে সংস্কার পদক্ষেপ ও গণভোট নিয়েছিলেন -
ক. জেমস হার্জল
খ. এফ ডব্লিও ক্লার্ক
গ. নেলসন ম্যান্ডেলা
ফাঁদ : নেলসন ম্যান্ডেলা
উত্তর : এফ ডব্লিও ক্লার্ক

ব্যাখ্যা : জেমস হার্জল = বর্ণবাদ নীতির প্রবক্তা (১৯৪৮)
নেলসন ম্যান্ডেলা = বর্ণবাদ নীতি ও শেতাঙ্গ শাসনের অবসানে 'সংগ্রাম' করেন।
এফ ডব্লিও ক্লার্ক = প্রেসিডেন্ট হিসেবে শেতাঙ্গ শাসনের অবসানে 'সংস্কার পদক্ষেপ ও গণভোট' নিয়েছিলেন।

৮. প্রশ্ন : বার্লিন সংকটের সৃষ্টি হয় যে সালে -
ক. ১৯৬১
খ. ১৯৫৮
গ. ১৯৮৯
ফাঁদ : ১৯৬১
উত্তর : ১৯৫৮
ব্যাখ্যা : ১৯৬১ : বার্লিন দেয়াল নির্মাণ হয়
১৯৫৮ : বার্লিন সংকটের সৃষ্টি হয়
১৯৬১-১৯৮৯ = বার্লিন দেয়াল নির্মাণ ও ভাঙ্গা হয়
১৯৫৮-১৯৬১ = বার্লিন সংকট, রুশ প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের ভাষণের মধ্য দিয়ে সংকটের শুরু হয়।

৯. প্রশ্ন : ২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে 'কোটা প্রথা' উঠে যায় যে চুক্তি অনুযায়ী -
ক. MFA
খ. GATT
গ. TRIPS
ফাঁদ : GAAT
উত্তর : MFA
ব্যাখ্যা : কোটা প্রথা প্রযোজ্য ছিল = ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত।
GATT হলো WTO এর পূর্বসরি।
MFA (Multi Fiber Arrangement) চুক্তি অনুযায়ী কোটা প্রথা উঠে যায়।

১০. প্রশ্ন : 'জাতিপুঞ্জ' ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ফাঁদ : ইউরোপ-আমেরিকা
উত্তর : ইউরোপ
ব্যাখ্যা : জাতিসংঘ = বিশ্বসংস্থা
জাতিপুঞ্জ = ইউরোপীয় অঞ্চলের সংস্থা

১১. প্রশ্ন : দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে 'সাউথ কমিশন' এর উদ্যোক্তা হলো -
ক. ন্যাম
খ. বিমসটেক
গ. সার্ক
ফাঁদ : সার্ক
উত্তর : ন্যাম
ব্যাখ্যা : ১৯৮৬ সালে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য 'ন্যাম' এর পক্ষ থেকে 'সাউথ সাউথ কমিশন' গঠন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর ২০১৫, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন ও সবার জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানান।

১২. প্রশ্ন : সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় যে বইতে -
ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. দাস ক্যাপিটাল
গ. মেইন ক্যাম্প
ফাঁদ : দাস ক্যাপিটাল
উত্তর : কমিউনিস্ট ম্যানিফেস্টো

ব্যাখ্যা : মেইন ক্যাম্প = নাত্সীবাদের বাইবেল
দাস ক্যাপিটাল = সমাজতন্ত্রের বাইবেল (কার্ল মার্কস, ১৮৬৭ সালে লন্ডনে রচিত, ৩ খন্ডের ২ টি মৃত্যুর পর প্রকাশিত)
কমিউনিস্ট ম্যানিফেস্টো = সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয়, কার্ল মার্কস অনুপ্রানিত হন = ফ্রেডরিক এঙ্গেল ও এডাম স্মিথ হতে

১৩. প্রশ্ন : সেভেন সিস্টারস বলা হয় -
ক. ভারতের কোম্পানিসমূহকে
খ. ব্রিটিশ কোম্পানিসমূহকে
গ. আমারিকান কোম্পানিসমূহকে
ঘ. ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
ফাঁদ : ভারতের কোম্পানিসমূহকে
উত্তর : ব্রিটিশ ও আমারিকান কোম্পানিসমূহকে
ব্যাখ্যা : সেভেন সিস্টারস কোম্পানি = ব্রিটিশ তেল কোম্পানি যথা: শেল, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং আমারিকান তেল কোম্পানি যথা: শেভরন, এক্রোন, মবিল, টেক্রাকো, গালফ কে 'সেভেন সিস্টারস কোম্পানি' বলা হয়। এরা বিশ্বব্যাপী তেল বাণিজ্যে আধিপত্য বিস্তার করে।

সেভেন সিস্টারস রাজ্য = উত্তর-পুর্ব ভারতের ৭ টি স্বাধীনতাকামী রাজ্য যথা: অরুনাচল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড কে সেভেন সিস্টার বলে।
শর্টকার্ট: "অমি আমেত্রি মনা" or "অত্র আমি মেম না"

১৪. প্রশ্ন : কৃষি ও শিল্পখাতে সংস্কার করে চীনে অর্থনৈতিক বিপ্লব আনেন -
ক. সান ইয়াত সেন
খ. মাও সে তুং
গ. কাইশেক
ঘ. দেং জিয়াও পিং
ফাঁদ : মাও সে তুং
উত্তর : দেং জিয়াও পিং

ব্যাখ্যা : সান ইয়াত সেন = চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯১১) - জিনহাই বিপ্লব
মাও সে তুং = চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯) - , লালফৌজ, লং মার্চ করে 'সেন সি প্রদেশে' পৌছে এই ঘোষণা দেন।
কাইশেক = চীনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মাও সে তুং এর সাথে যুদ্ধে পরাজিত হয়ে 'তাইওয়ানে' গিয়ে 'বিপ্লবী সরকার' প্রতিষ্ঠা করেন।
দেং জিয়াও পিং = মাও সে তুং এর পর ক্ষমতায় আসেন এবং ব্যাপক 'সংস্কার কর্মসূচি' হাতে নেন।

১৫. প্রশ্ন : স্নাযুযুদ্বকালীন পুজিবাদীদের সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন -
ক. গর্বাচেভ
খ. লেনিন
গ. ক্রুশ্চেভ
ঘ. ন্যাম নেতারা
ফাঁদ : গর্বাচেভ, ন্যাম নেতারা
উত্তর : ক্রুশ্চেভ
ব্যাখ্যা : গর্বাচেভ = গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি
ন্যাম নেতারা স্নাযুযুদ্বকালীন ন্যাম গঠন করেন = ৩য় বিশ্বের স্বার্থ রক্ষা + শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য।
ক্রুশ্চেভ = স্ট্যালিনের মৃত্যুর পর 'নিকিতা ক্রুশ্চেভ' রাশিয়ায় ক্ষমতাসীন হন। তিনি স্ট্যালিনের নীতির বিরোধিতা করে ''পুজিবাদীদের" সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন।

১৬. প্রশ্ন : অভিন্ন ইউরোপ তথা ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয় যার মাধ্যমে -
ক. গ্লাসনস্ত নীতির ফলে
খ. ম্যাসট্রিচট চুক্তির ফলে
গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে
ঘ. শেঙেন চুক্তির ফলে
ফাঁদ : ম্যাসট্রিচট চুক্তির ফলে
উত্তর : শেঙেন চুক্তির ফলে ইউরোপের দেশসমূহের মধ্যে অবাধে যাতায়াত শুরু হয়।

ব্যাখ্যা : ১৯৮৫ সালে স্বাক্ষরিত শেঙেন চুক্তির ফলে ইউরোপের ২৫টি দেশের মানুষের অবাধে যাতায়াতের পথ উন্মুক্ত হয়। লুক্সেমবুর্গ-এর শেঙেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭. প্রশ্ন : স্বাধীন-সার্বভৌম রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট -
ক. মিখাইল গর্বাচেভ
খ. ভাদিমি ইলিচ লেনিন
গ. জোসেফ স্ট্যালিন
ঘ. বরিস ইয়েলেটসিন
ফাঁদ : ভাদিমি ইলিচ লেনিন
উত্তর : বরিস ইয়েলেটসিন
ব্যাখ্যা : ১০ জুন, ১৯৯১ স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন বরিস ইয়েলেটসিন।

১৮. প্রশ্ন : CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠনের উদ্যোক্তা যে দেশ -
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. অস্ট্রেলিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত
ফাঁদ : যুক্তরাজ্য
উত্তর : রাশিয়া
ব্যাখ্যা : যুক্তরাজ্য = কমনওয়েলথ গঠনে উদ্যোগ নেয়।
রাশিয়া = কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস গঠনের উদ্যোগ নেয়।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়। এর ১১ টি দেশ মিলে CIS গঠন করে।

কার্টেসি : মো. মিনহাজুল আলম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ