Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সোনালী ব্যাংকে ব্যবহারিক পরীক্ষা নিয়ে টেনশন নয়

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭, ০৯:০৭

মির্জা ওমর ফারুক মনি : সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (আইটি) পদে যারা লিখিত পরীক্ষা শেষ হয়েছে। যারা পাশ করেছেন তারা এবার ব্যবহারিক পরীক্ষার অপেক্ষায় আছেন। এনিয়ে নিশ্চই অনেকেই চিন্তিত। তাদের চিন্তা দূর করতেই কিছু দিকনির্দেশনা দিচ্ছি।

আপনারা অনেকেই হয়ত বুঝতে পারছেন না, ব্যাবহারিক পরীক্ষা কেমন হবে। আমি কিছুদিন আগে জনতা ব্যাংক আইটি অফিসারের ব্যাবহারিক পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে পাশ করেছি তাই কিছু গাইডলাইন দিচ্ছি আশা করি উপকৃত হবেন।

১. সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা নেবেন।
(কোন কিছু লেখা, যোগ, বিয়োগ করা) সাথে লুপিং, ফর লুপ, হোয়াইল লুপ, ইফ এর কাজ।

যেমন : ১+২+৩........+n, বর্গের যোগ, বিজোর/জোর সংখ্যার যোগ।

২। ডাটাবেজ করা শিখবেন ( বিশেষত মাইক্রোসফট এক্সেস টা অনুশীলন করবেন)

যেমন : ছাত্র-ছাত্রীদের, নাম, রোল ব্লাড গ্রুপ ইত্যাদির ডাটাবেজ, কর্মচারীদদের বেতনের ডাটাবেজ, বিভিন্ন ডাটাবেজ লিংক করা।

৩। মাইক্রোসফট এক্সেলটা খুবই ভাল করে অনুশীলন করবেন।

যেমন : পরীক্ষার রেজাল্ট তৈরি করা, ম্যাক্সিমাম, মিনিমাম, গড় বের করা ইত্যাদি......।

যেভাবে পড়বেন : ইন্টারমিডিয়েটের কম্পিউটার আইসিটি বইয়ের শেষের দিকে ব্যবহারিক অংশটা পুরোটাই অনুশীলন করবেন।

সবচেয়ে বেশি উপকৃত হবেন যদি ইউটিউব থেকে উপরে বর্ণিত তিনটি টপিকের সবগুলো টিউটোরিয়াল ভালভাবে অনুশীলন করেন।

...সকলের জন্য রইলো শুভ কামনা


মির্জা ওমর ফারুক মনি
সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক


ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ