Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সহজে Noun, Adjective, Verb & Adverb চেনার উপায়

প্রকাশিত: ২৩ জুন ২০১৮, ১৯:২৫

ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য কিছু সহজ টিপস দিচ্ছি। শব্দে Noun, Adjective, Verb & Adverb চিনতে সমস্য হয় যাদের তাদের জন্য কিছু টিপস দেয়া হল। আশা করি কাজে লাগবে :

Noun : শব্দের শেষে নিম্নলিখিত Suffix
গুলো থেকে Noun চেনা যায় :→
(-tion, -ment, -ness, -hood, -dom, -ship, -th, -ity,
-gy, -phy, -my, -ure, -cy, -tude, -mony, -nce, -
age, -er, -or, -sion, -ist, -ee, -ism).
.
Adjective : শব্দের শেষে নিম্নলিখিত
Suffix গুলো থেকে Adjective চেনা যায় :→
(-ble, -ish, -less, -ary, -ive, -ful, -ar, -al, -ate, -ic,
-sque, -id, -ile, -ry, -line, -ous/ose, -lent, -an).

Verb : শব্দের শেষে নিম্নলিখিত Suffix
গুলো থেকে Verb চেনা যায়:→
(-ate, -en, -fy, -esce, -ise, -ize, -ish).

Adverb : শব্দের শেষে নিম্নলিখিত Suffix
গুলো থেকে Adverb চেনা যায়:→
(-wise, -ways, -ly, -ward)

চলুন এবার জেনে নেয়া যাক :
Commonly used English word :

❍ কাতুকুতু দেওয়া - To tickle

❍ কানে কানে কথা - Whispering

❍ ছলছল চোখ - Moist with tears

❍ ঝকঝকে পরিষ্কার- Glittering clean

❍ ধপধপে সাদা - Dazzling white

❍ ঝরঝর বৃষ্টি - Inceasant rain

❍ কনকনে শীত - Biting cold

❍ গুড়িগুড়ি বৃষ্টি- Dizzling of rain

❍ তালি দেওয়া - Clap (ক্ল্যাপ)

❍ থাপ্পড় মারা - Slap (স্ল্যাপ)

❍ নাক ডাকা - Snore (স্নোর)

❍ চিৎকার করা - Shout (শাউট)

❍ আদর করা - Fondle (ফন্ডল)

❍ হাঁচি দেওয়া - Sneeze (স্নীজ)

❍ আঁচড় কাটা - Scratch (স্ক্র্যাচ)

❍ ফুপিয়ে কাঁদা- Sob (সব)

❍ চিমটি কাটা – Nip (নিপ)

❍ আঁচড়ানো - Heckle (হ্যাকল)

❍ বমি করা- Spew (স্পিউ)

❍ গিলা / গিলে ফেলা- Swallow

Try to make sentences with these words.

let's try....:

কোন কিছু করতেই হবে এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে-Sub+have to+V1+extension.
Example-
❖ I have to go to college now.-আমাকে এখন কলেজ যেতে হবে।
❖ I have to attend my class.-আমাকে ক্লাসে এটেন্ড করতে হবে।
❖ I have to go to Dhaka.-আমাকে ঢাকা যেতে হবে।
❖ I have to open a bank account.-আমাকে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে।
❖ We all have to go together.-আমাদের সকলকে একত্রে যেতে হবে।
❖ We all have to learn English.-আমাদের সকলকে ইংরেজি শিখতে হবে।
❖ I have to eat something because I am feeling hungry.-আমাকে কিছু খেতে হবে কারণ আমি ক্ষুধার্ত।
❖ We have to respect each other.-আমাদের একে অন্যকে সম্মান করতে হবে।
❖ We have to practice a lot -মাদেরকে প্রচুর চর্চা করতে হবে।

কার্টেসি : ফরিদুর জামান অভি
শিক্ষার্থী, ইসলমী বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ