Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৩৮তম বিসিএস প্রিলি, শেষ সময়ে প্রস্তুতি যেভাবে

প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০১৭, ২০:০৭

রাজীব দাশ পুরকায়স্ত : ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। হাতে আছে আর কয়েকটা দিন। আশা করছি আপনাদের প্রস্তুতি পুরোদমে চলছে। নতুন সিলেবাসের প্রথম প্রিলিমিনারি টেস্ট হিসেবে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন অনেক কঠিন ছিল। ৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন তার তুলনায় অনেক সহজ ছিল এবং ৩৭তম আবারো কঠিন হয়েছিল। এখান থেকে একটা পারসেপশন করা যায় যে জোড় সংখ্যক বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন গতানুগতিক বা তুলনামূলক সহজ হতে পারে।

৩৮তম (জোড় সংখ্যা) বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্নও গতানুগতিক হতে পারে। কিন্তু এটি শুধু ধারণা এবং এটির ব্যাত্যয়ও হতে পারে। যাই হোক এই অন্তিম সময়ে সিলেবাসের বিষয়গত হিসেবে ৩৮টি পরামর্শ দেওয়ার ক্ষুদ্র প্রয়াসের চেষ্টা করলাম।

বাংলা ভাষা ও সাহিত্য :
১। ভাষা অংশে যে বিষয়টি মনে থাকছে না সেটিতে বেশি সময় না দেওয়াই ভাল। অনেকের ‘সমাস’ মনে থাকে না তাই এই বিষয়টা স্কিপ করে যাওয়াই ভাল। বেশি হলে ১# এর সমাস আসবে।

২। এই শেষ সময়ে প্রফেসরস্ নন-ক্যাডার বই থেকে নন-ক্যাডার লিখিত পরীক্ষার ব্যাকরণের ছোট প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যান।

৩। প্রাচীন ও মধ্যযুগ এর ৫ মার্কের জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই কারণ আপনি সেই সময়টা আধুনিক যুগের জন্য দেবেন। চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, অন্ধকার যুগ, বৈষ্ণব সাহিত্য, নাথ সাহিত্য, জঙ্গনামা, মর্সিয়া সাহিত্য ইত্যাদি থেকে শুধু প্রধান তথ্যগুলো দেখবেন।

৪। আধুনিক যুগে ১৫ মার্ক বরাদ্ধ। এই অংশটা অনেক ভাল করে দেখে যান।

৫। গত ২ বছর থেকে ২০১৭ সালের শেষ প্রান্তিক পর্যন্ত যেসব কবি-সাহিত্যিক মারা গেছেন তাদের সম্বন্ধে ভাল করে দেখে যান।

English Language and Literature :

৬। Grammar অংশ একটু ভাল করে দেখে যান। পরীক্ষাতে ইংরেজি অংশ বেশি ভাল হলে অনেকের চেয়ে আপনার সম্ভাবনা বেড়ে যাবে।

৭। Synonyms, Antonyms পড়াতে বেশি সময় না দিয়ে তা Grammar বা Literature এ দিন। Spellings ভালো করে পড়ে যান। Composition অংশ ছোট হলেও দেখতে ভুলবেন না।

৮। Literary Terms খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো করে দেখে যাবেন। University Wits, Elizabethan Age থেকে Shakespeare, Marlowe, Bacon, Spencer, Ben Jonson, Robert Herrick, Metaphysical Poets থেকে Marvell, Donne, Herbert, Neo-Classical থেকে Milton,Defoe, Gray, Swift, Pope, Henry Fielding, Burke, Samuel Johnson, Romantic Period*** থেকে Blake, Wordsworth, S.T.Coleridge, P.B. Shelley, Keats, Byron, Jane Austin (ব্যাতিক্রম এই Period এ), Scott, Victorian Period থেকে Tennyson, Browning, Matthew Arnold, Dumas, William Makepeace Thackeray, Dickens, Tolstoy, Hardy, Modern and Post-modern Period থেকে G.B.Shaw, Bertrand Russell, O’Henry, W.B.Yeats, Maugham, Joyce, Wolf, D.H. Lawrence, Eliot, Orwell, Hemingway, Buckett, Pearl S. Buck, Pinter অবশ্যই দেখে যাবেন।

৯। Shakespeare সহ গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের এর পপুলার Play/ Book গুলো কী বিষয়ে লেখা আর চরিত্রের নাম ভালো করে দেখে যাবেন।

১০। Philosophers, Essayist, Romantic Period এর লেখকদের কোটেশন ভালো করে দেখে যাবেন।

বাংলাদেশ বিষয়াবলি:
১১। ভাষা-আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ খুব ভালো করে দেখে যাবেন।

১২। বাংলাদেশ সংক্রান্ত কোর ইনফো ভালো করে দেখে যাবেন যেন মিস না হয় (যেমন- বৃহত্তর জেলা, উষ্ণতম স্থান, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? প্রভৃতি)

১৩। গত কয়েক বছরের অর্থনৈতিক সমীক্ষা ও সর্বশেষ আদমশুমারী থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে দেখে যাবেন।

১৪। গত কয়েক বছর থেকে ২০১৭ সালের শেষ প্রান্তিক পর্যন্ত বর্তমান সরকারের সাফল্য সংক্রান্ত তথ্য ভালো করে পড়ে যাবেন যেন মিস না হয়।

১৫। মাননীয় প্রধানমন্ত্রী যেসব পুরস্কার লাভ করেছেন সেই সংক্রান্ত তথ্য ভালো করে পড়ে যাবেন যেন মিস না হয়।

১৬। সংবিধান বাকী কয়টা দিন প্রতিদিন পড়ুন।

আন্তর্জাতিক বিষয়াবলি :
১৭। আন্তর্জাতিক বিষয়াবলি সংক্রান্ত কোর ইনফো ভালো করে দেখে যাবেন যেন মিস না হয়।

১৮। বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ন Actors (USA, Russia, China, Britain, Japan, South Korea, Germany) সংক্রান্ত তথ্য ভালো করে দেখে যাবেন।

১৯। জাতিসংঘ সংক্রান্ত তথ্য ভালো করে দেখে যাবেন।

২০। ২০১৬ সালের সালতামামি ও ২০১৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাম্প্রতিক ঘটনাবলির গুরুত্বপূর্ণগুলি দেখে যাবেন।

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা :
২১। বাংলাদেশের ও বিশ্বের ভূগোল সংক্রান্ত কোর ইনফো ভালো করে দেখে যাবেন।

২২। জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ/কপ সম্মেলনের তথ্য, জলবায়ু পরিবর্তের ব্যাপারে বর্তমান সরকারের সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন সামিটে যোগদান সংক্রান্ত তথ্য ভালো করে দেখে যাবেন।

২৩। সর্বশেষ কয়েকটি দুর্যোগের তথ্য, হাওর সংক্রান্ত তথ্য, ব্যবস্থাপনা দেখে যাবেন।
সাধারণ বিজ্ঞান।

২৪। নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই থেকে সিলেবাস অনুযায়ী পড়ে যান।

২৫। গতানুগতিকের বাইরের তথ্য পড়ে যান (৩৭তম বিসিএস এ এরকম কিছু আসছে)

২৬। যে অংশ কম মনে থাকছে সেই অংশ এই কয়দিন একটু বেশি করে দেখুন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি :
২৭। এ সংক্রান্ত কোর ইনফো ভালো করে দেখে যাবেন।

২৮। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের তথ্য, সর্বশেষ উদ্ভাবন ভালো করে দেখে যাবেন।

২৯। ICT তে বর্তমান সরকারের সাফল্য ভালো করে পড়ে যাবেন।
গাণিতিক যুক্তি

৩০। বাকী কয়টা দিন ঘুমানোর আগে প্রতি রাতে অংক করুন।

৩১। খাতায় ছোট সমস্যাগুলি কলম দিয়ে অল্প লিখে সলভ করুন।

৩২। বাস্তব সংখ্যা, অনুপাত ও সমানুপাত, সূচক, লগারিদম, জ্যামিতি, সেট-এসকল অধ্যায়ের শুরুর আলোচনা ভালো করে পড়ে যান। শর্ট থিয়রিটিকেল প্রশ্ন আসতে পারে।

৩৩। উপপাদ্যের সাধারণ নির্বচন ভালো করে মনে রাখুন।
মানসিক দক্ষতা

৩৪। লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সলভ করুন।

৩৫। মেকানিক্যাল রিজনিং ভালো করে পড়ুন।

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন :
৩৬। সতর্কতার সঙ্গে উত্তর দিন। অপশনগুলো এমনভাবে দেওয়া থাকে মনে হয় সবই সঠিক। নেগেটিভ মার্ক পাওয়ার ক্ষেত্রে এই অংশ অনুঘঠক হিসেবে কাজ করে।

৩৭। মোজাম্মেল হকের বই থেকে মনীষীদের সংজ্ঞা দেখে যাবেন। একটা আসতেও পারে।

৩৮। সু-শাসন সংক্রান্ত কোন বই, UN বা অন্যান্য সংস্থার দেওয়া শর্ত, মানদন্ড দেখে যেতে পারেন।

শেষকথা, শরীরের প্রতি খেয়াল রাখুন যাতে পরীক্ষার দিন আপনি সুস্থ শরীরে ২ ঘন্টা উত্তর করতে পারেন।

পরীক্ষায় কোন প্রশ্ন না পারলে সেটি বেশি সময় না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। সবশেষে সময় থাকলে আবার এসে চেষ্টা করুন।
গণিতের জন্য হাতে বেশ কিছু সময় রাখুন।
নেক্সট উইকে শেষবারের মত জব সলুউশন থেকে শুধু প্রশ্নগুলো পড়ে যাবেন। ৩৬তমতে আমার এই পড়াটা কাজে লেগেছিল। সকলের প্রতি শুভকামনা রইলো।

লেখক : ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ঢাকা, ১৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)/সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ