Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কবি বাশার, সাকিব ও ইমাদের কবিতা

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ০৩:১৩

 

 

কচুরিপানার ডকুমেন্টারি


.........কবি সাকিব জামাল

নরেন বৈরাগীর বাড়ীর পাশে
ছিলো একটি পঁচা জলের ডোবা
সেথায় এই কচুরিপানা আমি
আমার অন্য সহোদরদের নিয়ে
উঠেছিলাম বেড়ে ।
একাত্ত্বরের কোন এক দিনে
সেই নরেন বৈরাগীর বাড়ি
এসেছিলো খাকি পোশাক পড়া
একদল পাক মেলেটারি
অস্ত্র নিয়ে তেড়ে ।
দুই কোলে দুই খোকা নিয়ে
নেমে নরেন এই জলের ডোবায়
আমাদেরকে মাথায় দিয়ে তারা
একটু বাঁচার আশায়
সেঁজেছিলো জংলী মহিষের পাল ।
এমন সময় জলের কলস নিয়ে
ফেরে বাড়ি বৈরাগীর বউ
দেখে তারে কাল্লু রাজাকার উঠলো বলে
'দে সোনা তোর ফুলের মৌ
ইয়ে আওরাত কামাল ।'
শুনে তা হিংস্র পশুর দল
উঁচিয়ে বন্ধুক আর অট্টহাসি দিয়ে
ঝাঁপিয়ে পড়লো তার উপর
তখন আমার নিচে লুকিয়ে থাকা
ছোট্ট খোকা দিলো চিৎকার ।
অমনি হলো শুরু গুলি
গেলো চলে চারও তাজা প্রাণ
আর আহত আমি কেঁদে কেঁদে বলেছিলাম
' হে সৃষ্টিকর্তা, হোক ধ্বংস এই পাকিস্তান
জয় হোক সংগ্রামী জয় বাংলার ।'


++++++++++++++++++
ইংরেজি অনুবাদ

Documentary of Hyacinth
Sakib Jamal

Beside Noren Boiragir's Home
There was a stagnant Ditch
I am the Hyacinth there
I grew up in
With all other co-uterines!
One day in ‘71
Came in that Home
With Khaki Dress
A group of Pak Military
Making Arms race!
Taking two sons on laps
Noren Got down to this Ditch
Keeping us on Heads
To save them the best
They took camouflage of Wild Buffalo!
At that time with jar of water
Noren's wife returns
Seeing her Kallu Razakar made a high shout
'Give sweet Your Flowery Nectar,
this woman is a good Star'
Hearing it, the Animal group
Raising Their Arms and Laughs
Fell upon her with Claws and teeth
Then the group under my look after
The smaller Boy gave high cry!
Suddenly started firing
Taking away four fresh Lives
Being Injured I Cried:
'O, My Lord Creator, destroy this Pakistan,
Bring Victory for this Struggling Bagalee'

কাব্যগ্রন্থ : কচুরিপানার ডকুমেন্টারি
Attachments area

+++++++++++++++

শীতের আগমন


..........কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন

আসছে শীত কাপঁছে দেশ
পৌষ ও মাঘ দু'মাস মিলেই শীতকাল।
এই এক বাংলার অনন্য ঋতু।।
কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল
ঘুম ভাঙ্গলেও বিছানা ছেড়ে উঠতে চায়না মন!
জানালার ফাঁকে ঢুকে থাকা রোদের গন্ধ
যেনো এক অন্য অনুভূতি।
মাঠেঘাটে তাকালেই চোখে পড়ে
খেজুরগাছের আগায় ঝুলছে রসের হাড়ি।
সারি বেঁধে উড়ে চলা অতিথি পাখির দল।
অসহায় মানুষদের হাসি ফুঠাতে
সমাজকর্মীরা ছু্ঁটে বেড়ায় শীতবস্ত্র নিয়ে।

+++++++++++++++++++++

 

মানুষ


........কবি আবুল বাশার হাওলাদার

একটি পৃথিবী----- নীল আকাশের নিচে,
এখানে প্রাণ আছে,
লাখো প্রজাতির প্রাণির অস্তিত্ব,
মানুষ শ্রেষ্ঠ জীব-----তাই বলে মানুষের মধ্যে জন্ম নিলেই মানুষ নয়।
তবে মানুষ কে?
কিভাবে মানুষ হতে হয়?
শিরায়-উপশিরায় মানবতা লুকায়িত---- কর্মের মধ্যে মনুষ্যত্ব ফুটে ওঠবে;
অন্তরে অংকিত থাকবে অপরের দুখ-কষ্টের প্রতিচ্ছবি।
শুধু নিজের জন্য নয়,
অনুভূতি প্রখর থাকবে অন্যের জন্যও।
মানবীয় গুণাবলির সমন্বয়ে সমগ্র জীবনের পাঁচালী লেখা হবে হৃদয়ের পাতায়;
ঐশ্বরিক লেখনিতে হবে সমৃদ্ধ হিসেবের খাতা।
জীবন তো থেমে যাবে একদিন,
চোখের পাতা নিস্তেজ হয়ে আসবে,
জীবন্ত কোষগুলো নির্জীব হতে থাকবে মন্থর গতিতে,
শুধু সার্থক জীবনের স্মৃতি ইতিহাস হয়ে থাকবে;
আর খণ্ড খণ্ড জীবনের মহান কাজগুলো
কতটা প্রস্ফুটিত ছিলো,
কতটা মানবীয় ছিলো,
বা নিজের অযোগ্যতার ব্যাপ্তি কতটা ছিলো,
এজন্য অনুতপ্তের অনুভূতি কেমন ছিলো;
এসকল বিবেচ্য বিষয়
একজন পরিপূর্ণ মানুষের জন্য।

++++++++++++++

 

অমানুষ


......কবি আবুল বাশার হাওলাদার

যতসব অমানুষদের সাথে দেখা,
প্রেমে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ,
অথবা গুম-খুন,
কুপিয়ে আহত করা,
যৌতুকের দাবিতে স্ত্রী-নির্যাতন,
পাশবিক নির্যাতন---পরিকল্পিত যৌথ নির্যাতন;
অবশেষে মৃত্যু---লাশ গুম,
এগুলো কী মানুষ----না অমানুষ?
ওরা সৃষ্টির সেরা জীব!
রাস্তায়, বনে-জঙ্গলে, এমনকি চলন্ত বাসে বা কর্মক্ষেত্রে ধর্ষণ-----অবশেষে নির্মম হত্যা;
মনুষ্য প্রবৃত্তির নয়-----পশুত্বের বীভৎস রূপ।
কর্মজীবী শিশুদের অতিশ্রমে বাধ্য করা,
বঞ্চিত হচ্ছে ন্যায্য পারিশ্রমিক থেকে,
কোন না কোন অজুহাতে নির্যাতন,
এমনকি হত্যা;
নিকৃষ্ট প্রাণির উদাহরণ এখন মানুষ।
অপহৃত হচ্ছে অসংখ্য মানুষ প্রতিনিয়ত,
মুক্তিপণ আদায় বা অন্য কোনো উদ্দেশ্য নিহিত আছে;
এটা কি মানব সভ্যতার সর্বোচ্চ কলংক নয়?
পরিকল্পিত খুন------ভাড়াটে খুনির খুন,
মানুষের নিরাপত্তা নেই কোথাও।
মানব পাচারের ঘটনা অহরহ,
মৃত্যুর ঝুঁকিতেও পাচার হচ্ছে সমুদ্রপথে,
এমনকি নারী-শিশুও-----অসৎ উদ্দেশ্যে।
অমানুষে ভরে গেছে জগত,
চরম অবনতি মনুষ্যত্বের,
মানবজাতি বিলুপ্তির অশনি সংকেত।

++++++++++++++++


সুচিস্মিতা


.......কবি আবুল বাশার হাওলাদার

আমি না হাসলেও তুমি হাসো,
কথা না বললেও বলো,
বিশাল হৃদয়ের অধিকারী তুমি।
মনে হয়,
হৃদয়ের মধ্যে আরো অনেকগুলো হৃদয়
উন্মুখ হয়ে আছে ভালোবাসার জন্য;
তোমার আনন্দোল্লাস---- হাসিতে বিকশিত,
আমি মুগ্ধ,
বিমোহিত তোমার ওষ্ঠরাঙা হাসিতে।
সুবাতাস বহে আমার হৃদয় রাজ্যে,
তোমার প্রেমের আলোয় আমি আলোকিত,
যখন আলিঙ্গন করো মেহেদিরাঙা হাত দিয়ে,
জড়িয়ে ধরো আবেগে,
যৌবনের শিহরণে সব ভুলে যাই,
আর শুধু তোমাকেই উপলব্ধি করি
জীবনের শ্রেষ্ঠ পাওয়া,
তোমার অঙ্গসৌষ্ঠব অতুলনীয়, আবেগময়,
আমি যেন পেয়েছি যৌবনরঙ্গের এক সঙ্গিনীকে,
তোমার হৃদয়-আমার হৃদয়
মিলে জলের মত রঙহীন হয়েছে,
যা দেখতে পায়না কেউ।
শরীরী -অশরীরী গোপন সম্পর্ক একান্তে
উপভোগ্য সৃষ্টির রহস্যময় উপাদান।
কেউ যদি ভাবে অশালীন কোন কিছু,
ভাবতেই পারে----আমি কিছু মনে করি না।
সুখের সুনিবিড় সম্পর্ক গড়ে ওঠা ঐশ্বরিক আশির্বাদ নিয়ে চলতে থাকা জীবনচক্র ;
পরিণামের পরিণতি কতটা ভয়াবহ,
বা মধুর এখনই আঁচ করা যায়না।
যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি,
হৃদয়ে আঁকা অনবদ্য স্থির ছবি,
কখনো চলমান----কেন্দ্রবিন্দুতে আমি।


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ