Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করুণ মৃত্যু

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ০২:২৮

 

করুণ মৃত্যু
আবুল বাশার হাওলাদার

জন্ম অযত্ন অবহেলায়
কোন এক কুলাঙ্গারের গৃহে,
অনাহার- অশিক্ষায় শৈশব কেটেছে,
শৈশবেই বাবা-মার বোঝা হয়ে কর্মজীবন শুরু সেই ছেলেটির।
রিক্সা গ্যারেজে সকাল-সন্ধ্যা অমানবিক শ্রম---কখনো মধ্যরাত অবধি।
নোংরা পরিবেশে ধূলোবালি-পোড়াতেল গায় মাখিয়ে অদ্ভূত চেহারার ছেলেটি;
বিনা বাক্য ব্যয়ে কঠোর পরিশ্রমে বাধ্য,
দিনের পর দিন নির্যাতন নানামুখী,
একটি অমানুষের সাথে দিন কাটে
অকথ্য ভাষা শুনে,
সহ্য করেছে নিরুপায় হয়ে।
অসহ্য যন্ত্রণায় তিক্ত হয়ে কিছুটা স্বস্তির জন্য কর্মক্ষেত্র পরিবর্তন কাউকে না বলে,
ক্ষুব্ধ হয়ে সেই অমানুষটি শিশুটিকে ধরে এনে নৃশংস নির্যাতন,
পায়ুপথে বাতাস ঢুকিয়ে পৈশাচিক নিষ্ঠুরতা;
অবশেষে করুণ মৃত্যু-----নিভে গেল অভিশপ্ত জীবনের শেষ আলোটুকু;
অকালেই থেমে গেলো জীবন চলা
চিরদিনের জন্য।
ঐ নরপশুদের হিংস্র থাবায় আক্রান্ত আরো কত শিশু----হিসেব নেই;
মৃত্যুর ঝুঁকিতে দিন গুণছে অসংখ্য শিশু,
আমি বলছি,
ওদের বাঁচতে দাও----থামিয়ে দাও অমানুষদের নৃশংসতা।

+++++++++++++++++++++++


নির্যাতন বন্ধ করো

আবুল বাশার হাওলাদার

সে যে কলংকিনি
মুখ দেখানো যায় না সমাজে এখন আর,
ভালোবেসেছিলো একজনকে,
অনেক প্রেম ছিলো,
নিজেকে উৎসর্গ করেছে দেহ-মন-প্রাণ দিয়ে।
একসময় সর্বনাশ হয়েছে ষোড়শীর আবেগের সুযোগে----সরলতার সুযোগে।
অর্থ-বৈভবের প্রলোভনে,
সুন্দর একটি জীবন গড়া---ঘর বাধার স্বপ্ন বাস্তবায়ন;
নেচে-গেয়ে সময় কাটে সর্বক্ষণ।
বাবা-মার সময় নেই কিছু ভাবার----তারা কর্মজীবী সাধারণ মানুষ।
প্রেম-অভিনয়ে সর্বনাশ মেয়েটির জীবন,
ছলে-বলে ধর্ষণ,
নির্বোধ বালিকার জীবনে কালোমেঘের ছায়া,
তারপরও মেনে নেয়া নীরবে।
নির্মমতা নেমে এলো জীবনে,
অন্তঃস্বত্বার অভিযোগ---তবে সত্য,
সমাজপতিরা সোচ্চার,
এমন হীন কাণ্ডের পরিণাম ভয়াবহ!
প্রহসনের বিচার শুরু,
গাছে বেঁধে প্রকাশ্য জনসমক্ষে নির্যাতন,
পুনঃপুনঃ বেত্রাঘাত,
অর্ধনগ্ন অবস্থায় বাঁচার আর্তনাদ,
আকাশ-বাতাস কম্পিত,
সকলে দর্শকের ভূমিকায় দণ্ডায়মান,
আর ছিঃছিঃ শব্দের গুঞ্জণ।
এ কেমন বিচার!
সেই পশুরূপী ধর্ষকের ধারেকাছেও কেউ নেই,
শুধু অসহায় নারীই সকলের নগ্ন টার্গেট।
বন্ধ করো ভণ্ডামী,
তোমাদের মুখোস খুলে গেছে,
সাবধান!
রুখে দেবো অত্যাচার-অবিচার।

++++++++++++++++++

কেন এ ভুল

আবুল বাশার হাওলাদার


স্বস্তির নিঃশ্বাস কখন ফেলা যায়?
হৃদয়টা একেবারে জরাজীর্ণ,
আবর্জনা আর ময়লার স্তূপে পরিপূর্ণ।
সর্বত্র ব্যর্থতা,
মানসিক যন্ত্রণা,
কেন যেন অমঙ্গলের আভাস,
নিদ্রাহীন রাত ভোর হয়ে যায়,
আধোঘুমে দুঃস্বপ্ন দেখা,
স্বপ্নের ঘোর কাটতে না কাটতেই
আবার বাস্তবের কষাঘাত।
নিজেকে নিজেই কষ্ট দিচ্ছি,
মনে হয় কেউ ভালোবাসেনা।
অনেকটাই সত্য,
অথবা নিজের অনুভূতি ক্ষীণ হয়ে আসছে,
কেউ না কেউ পেছনে পেছনে ঘুরছে---ছায়ার মত,
অবিশ্বাস্য হলেও সত্য-----আমাকে চিরতরে স্তব্ধ করে দিতে প্রস্তুত আপনজনেরা কেউ।
বোধশক্তি হারিয়ে ফেলেছি,
জৈবিক চেতনা বিলুপ্ত হচ্ছে ধীরে ধীরে,
একজন সাধারণ মানুষের গুণাবলি লক্ষ্য করা যায়না।
আমি কী নিরেট মূর্খ!
কত যাতনা আমাকে ঘিরে আছে!
আমার আচরণ অদ্ভূত----পাগলের মত;
অবশেষে ভুলের খেসারত দিয়ে বেঁচে আছি,
তারপরও ভালো আছি।


ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ