
ছিন্নমূল
মো: সিদ্দিকুর রহমান
তোমাদের যান্ত্রিক শহরে, কংক্রিটের দেয়ালে,
আছে কি মানবতার একটু ঠাই?
যদি থাকে তবে! তীব্র শীতে পথের ধারে,
থরে থরে কাঁপছে কেন ওরাও মোদের ভাই।
শীতের সূর্য তাদের তরে দিনে- রাতে
দেয়না উষ্ণতার আলো।
এই হিম জমা শীতে,
তাদের জীবন কেমনে কাটে ভালো!
ওদেরও এক দিন বাড়ি ছিল, গাড়ি ছিল,
স্বজন ছিল আরো ছিল,
ভালোবাসা রঙ্গিন আকাশ ভরা,
নিয়তির লিখনে আজকে তারা হয়েছে সর্বহারা।
কখনো অনাহারে, কখনো রোদে পুড়ে,
মরন যন্ত্রনা সাথে নিয়ে বাঁচতে ওরা চায়,
তীব্র শীতের হিমেল পরশে,
বেঁচে থাকা হয়েছে দায়।
ছিন্নমূল নয় ওরা, জীবন যুদ্ধের সংগ্রামী,
সুবাস ছাড়ানো ফুল।
মনে রেখো তোমারা সবে,
ওরা মোদের আত্মার বন্ধন,
এক জাতি এক কুল।
লেখক: মো সিদ্দিকুর রহমান সিদ্দিক
লোক প্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
ঢাকা, ১০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: