Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
অ্যাডভোকেট মো. আশরাফুল ইসলামের লেখা

কবিতা: আমি চাইনা আর

প্রকাশিত: ১১ জুন ২০২১, ২২:৫৪

আমি চাইনা আর
তুমি এসে দাঁড়াও আমার পাশে,
আমি চাইনা আর
তোমার আমার দেখা হোক শ্রাবণ মাসে।

আমি চাইনা আর
মিষ্টি সুরে ডাকো তুমি আমায়,
আমি চাইনা আর
ছুটে চলে যাই তোমার পাশে।

আমি চাইনা আর
রাতের পাখিরা জেগে তুলুক আমায়,
আমি চাইনা আর
তোমার আমার দেখা হোক প্রতি রাতে।

আমি চাইনা আর
তোমার মিষ্টি মাখা হাতছানি,
ছলনার আবরণে ঢাকা
মায়াবী মুখখানি।

আমি চাইনা আর
রঙিন স্মৃতিগুলো খুঁজতে,
যার মাঝে আছে শত বেদনা মাখা
আনন্দের কালো দাগ।

আমি চাইনা আর
তুষের আগুনের মত জ্বলতে,
আমি চাইনা আর
কোন কিছুইতেই তোমাকে।

আমি চাই
সবকিছু ভুলে গিয়ে,
নিজের মত করে
সুন্দর ভাবে বাঁচতে।

লেখক: অ্যাডভোকেট মো. আশরাফুল ইসলাম
জজ কোর্ট, পঞ্চগড়

ঢাকা, ১১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ