
স্পোর্টস ডেস্ক: কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে কাল আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। ৪১ বছর বয়সী সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। টান টান উত্তেজনার এই ম্যাচ পরিচালনাকারিদের আয় নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।
জানা গেছে, বিশ্বকাপের চলতি আসরে ডাক পাওয়া প্রত্যেক রেফারি মৌলিক ভাতা হিসেবে ৭০ হাজার ডলার পাচ্ছেন। আর সহকারী রেফারি মৌলিক ভাতা পাচ্ছেন ২৫ হাজার ডলার। এদিকে গ্রুপ পর্বে একটি ম্যাচ পরিচালনার জন্য রেফারিরা তিন হাজার ডলার আয় করেছেন। আর ফাইনাল কিংবা প্লে অফ ম্যাচ পরিচালনা বাবদ ১০ হাজার ডলার পাবেন।
অন্যদিকে গ্রুপ পর্বে সহকারী রেফারিরা আড়াই হাজার ডলার ও প্লে অফ কিংবা ফাইনালে পাঁচ হাজার ডলার পাবেন। আর ভিডিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালনকারীরা তিন হাজার ডলার পাচ্ছেন। প্লে অফে ম্যাচ প্রতি পাঁচ হাজার ডলার আয় করবেন তারা। সূত্র: এএস, দ্য সান
ঢাকা, ১৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: