Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৪ঠা ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ব্রাজিলকে খোঁচা, সমর্থকদের বানানো গানে মেসিদের উল্লাস

প্রকাশিত: ১৫ ডিসেম্বার ২০২২, ০০:৫১

মেসিদের উল্লাস

স্পোর্টস ডেস্ক: কাতারে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। টান টান উত্তেজনার এই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এদিকে ফাইনাল নিশ্চিতের পর ড্রেসিংরুমে ফিরে এই জয় উদযাপন করলো লে আলবিসেলেস্তেরা।

সেখানে ব্রাজিলকে খোঁচা মেরে সমর্থকদের বানানো গানে তাদের নাচতে দেখা যায়। মেসিদের সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেমিতে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ের অল্প কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমে উল্লাসে মাতে আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই উল্লাসের ভিডিও শেয়ার করেন।

ওতামেন্দির পোস্ট করা গানটি আর্জেন্টাইন ফুটবলে বেশ জনপ্রিয় ও পরিচিত। জাতীয় দলের উদযাপনে গানটি বেশ কয়েকবার গানটি গেয়েছিল লে আলবিসেলেস্তেরা। এবার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওদের খোঁচা মেরে সমর্থকদের বানানো গানটি গাইলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলা ভাষায় গানটির প্রথম কয়েক লাইনের অর্থ হলো, কুঁকড়ে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, কী হলো তোমাদের? রিওর উদ্দেশে যাত্রা করে কাপটা রেখে দিলো মেসি/আমরা আর্জেন্টাইনরা, সবসময়ই প্রেরণাদীপ্ত থাকব/চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন/আমরা আর্জেন্টাইন, ম্যারাডোনাকে ও মালভিনাসকে (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) ভুলে যাইনি/আমরা এমনই, তোমাদেরও প্রেরণা দিই, আর্জেন্টিনাকে সব জায়গায় অনুসরণ করি। সূত্র: মার্কা, গোল ডটকম

ঢাকা, ১৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ