Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের নতুন রেকর্ড

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০২২, ০২:১৮

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আর এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। একমাত্র দলই ব্রাজিল, যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে।

এরপর কেটে গেছে অনেক বছর, সময়ে গড়িয়ে গেছে দুই যুগ। কয়েকটি (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত ছিল। এরপর চলতি ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল।

সবশেষ গতকাল (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল টপকে গেল ইতিহাসের সবাইকে। এই রেকর্ডের যাত্রায় ব্রাজিলের ১৭ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয়। বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে। যা দলটির জন্য এক বিস্ময়কর অর্জন।

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ