Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২রা ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

'সৌদির বিপক্ষে আমরা ৫-০তে জিততে পারতাম'

প্রকাশিত: ২৪ নভেম্বার ২০২২, ০১:০৪

ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা। এই ম্যাচে সৌদি আরবকে হারিয়ে সুযোগ ছিল নতুন রেকর্ড গড়ারও। উল্টো, সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করে মেসিরা।

এদিকে ম্যাচ হারলেও আর্জেন্টিনা দলের অন্যতম তারকা ফুটবলার ডি মারিয়া মনে করেন, আর্জেন্টিনা ৫-০ গোলে জিততে পারতো। ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনার তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধে যে একটি গোল হয় সেটিও পেনাল্টি থেকে পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণ নিয়ে কথা বলেন ডি মারিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। তাদের বিপক্ষে আমরা সহজেই ৫-০তে জিততে পারতাম। তারা আমাদের রক্ষণে দুই-তিনবারের বেশি আসেনি।’

সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণে মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচ এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল। ডি মারিয়া জানান, শেষ দুই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দিবে তার দল।

তিনি বলেন, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে, যেটি আমাদের জন্য ফাইনাল। আমরা নিজেদের সেরাটা দেখিয়েই এগিয়ে যাবো।’

ঢাকা, ২৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ