Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যশোরে ৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকরা

প্রকাশিত: ৫ নভেম্বার ২০২২, ২২:২৪

ব্রাজিল সমর্থকদের ৩৫০ হাত লম্বা পতাকা

যশোর লাইভ: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবল প্রেমিদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। সেই সঙ্গে প্রিয় দলকে ঘিরে চলছে নানা আয়োজন। এমন পরিস্থিতিতে যশোরের কেশবপুরে ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছে ব্রাজিলের ভক্ত-সমর্থকরা।

উপজেলার জাহানপুর গ্রামের স্থানীয় যুবকেরা স্থানীয় বাজারসংলগ্ন সড়কে এই পতাকা প্রদর্শন করেন। পতাকাটি প্রদর্শনের সময় ব্রাজিলের সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের নয়ন দাস, সনজিৎ দাস, মোহন দাস, রিপন দাস, বিজয় দাস, সনাতন দাস, কিশোরী দাসসহ স্থানীয় অসংখ্য সমর্থক দলটিকে ভালোবেসে ৩৫০ হাত লম্বা এই পতাকা তৈরি করেছেন।

ব্রাজিলের সমর্থক নয়ন দাস (২২) জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি করা হয়েছে।

কিশোরী দাস (৪৮) বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল দলের ভক্ত। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

ঢাকা, ০৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ