
স্পোর্টস ডেস্ক: আবারও তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের। আশা জাগিয়েও ভারতের কাছে ৫ রানে হারলো টাইগার বাহিনী। নির্ধারিত ১৬ ওভারে ১৪৬/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো সাকিব আল হাসানের দল।
অ্যাডিলেড ওভালে বৃষ্টি থামার পর ডার্ক লুইস পদ্ধতিতে বাংলাদেশ নতুন টার্গেট পেয়েছিল ১৬ ওভারে ১৫১ রান। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করায় বাংলাদেশের বাকি ৯ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৮৫ রান। কিন্তু নতুন টার্গেটে ব্যাট করতে নেমেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। উড়ন্ত ব্যাটিং করা লিটন দাস রান আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাকিবের দল।
ফলে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানেই থেমে যায় টাইগাররা। শেষ পর্যন্ত লড়াই করে ৫ রানে হেরে গেল সোহান-তাসকিনরা।
অপরদিকে ৫ রানের জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের পথে কার্যত এক পা দিয়ে রাখলো রোহিত বাহিনী।
ঢাকা, ০২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: