Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

টাইগারদের ১৮৫ রানের লক্ষ্য দিল ভারত

প্রকাশিত: ৩ নভেম্বার ২০২২, ০১:৫২

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বুধবার (২ নভেম্বর) শুরুতে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিবায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে আঁটসাঁট বোলিংয়ে ভারত সুবিধা করতে পারেনি, তারা করে মাত্র ১১ রান। তবে রোহিত শর্মার উইকেট হারানোর পর থেকে আগ্রাসী হয়ে ওঠেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। পাওয়ার প্লে শেষ করে তারা ১ উইকেটে ৩৮ রানে। আর প্রথম ৮ ওভারে ভারত করে ৫২ রান। এরপরই বাংলাদেশের বোলারদের উপর ছড়ি চালায় ভারতের ব্যাটাররা।

অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে ব্যর্থ হলেও লোকেশ রাহুল আর বিরাট কোহলি তুলে নেন অর্ধশতক। রাহুল করেন ৩২ বলে ৫০ রান। নির্ধারিত ২০ ওভারে উইকেট ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৮৫ রান। আর সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে জয়ের কোনও বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে।

ঢাকা, ০২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ