
স্পোর্টস ডেস্ক: নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবাতে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে বিশ্বকাপে টিকে থাকতে হলে আয়ারল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ দুই দলের সামনেই। এমন সমীকরণে দাঁড়িয়ে আইরিশদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া অ্যাডাম জাম্পা একাদশে ফিরেছেন স্পিনার অ্যাস্টন আগারের জায়গায়। তবে আইরিশরা তাদের একাদশে কোনো পরিবর্তন নিয়ে আসেনি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জোশুয়া লিটল।
ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: