
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১৫০ সংগ্রহ করেছে টাইগাররা। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন এই ওপেনার।
১৯ বলে ১ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন আফিফ হোসেন। অধিনায়ক সাকিব আল হাসানের সংগ্রহ ২৩ রান।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রিচার্ড এনগারাভাও।
ঢাকা, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: