
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালেই গ্যালারিতে বসে থাকা এক তরুণীকে ভালবাসার প্রস্তাব জানিয়ে বসলেন ভারতীয় এক তরুণ সমর্থক। যা এখন নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচ চলাকালে। পরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই ভিডিও প্রকাশ করে। আর ক্যাপশনে লিখে দেন, মেয়েটি ভালবাসার প্রস্তাবে হ্যা বলেছে।
ওই ভিডিওতে দেখা যায়, নেদারল্যান্ডের ইনিংসের সপ্তম ওভারের সময় গ্যালারিতে বসে থাকা এক তরুণীর দিকে একটি আংটি নিয়ে এগিয়ে আসেন এক তরুণ। এরপর মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন তিনি। মেয়েটি কিছুক্ষণ আশ্চর্য হয়ে বসে থাকার পর দাঁড়িয়ে ওঠেন এবং প্রেমের প্রস্তাবে সাড়া দেন। ছেলেটিও তাকে তাৎক্ষণিকভাবে আংটি পরিয়ে দেন। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন। এসময় পাশে থাকা সমর্থকরাও বেশ উল্লাস করেন।
ঢাকা, ২৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: