Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে''

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০১:৩১

সাকিব আল হাসান

স্পোর্টস লাইভ: টি-২০ ফরম্যাটে জাতীয় দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ দিয়েই নিজের অধিনায়কত্বের আরেকটি অধ্যায় শুরু করবেন তিনি। প্রতিযোগিতায় যাওয়ার আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলো ছড়িয়েছেন টাইগার অলরাউন্ডার। যেখানে বেশ কিছু ব্যাপারে খোলামেলা কথা বলেছেন সাকিব।

সোমবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, সেখানে সাকিব বিসিবির উদ্দেশ্যে বলেন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।’

সঙ্গে অধিনায়ক আরও যোগ করলেন, ‘এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’

সাকিব দীর্ঘদিন ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে কী করতে হবে সেটা ভাল করেই জানেন। তাইতো বিসিবিকেও শুনিয়ে দিলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ