
লাইভ প্রতিবেদক: নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। তবে টেস্ট খেলে যাবেন নিয়মিতই। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন পেসার টিম সাউদি।
টেস্ট নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য বেশি উপযুক্ত হবে।
টেস্ট নিউজিল্যান্ডের সফলতম অধিনায়কদের ভেতর উপরের দিকেই থাকবে উইলিয়ামসনের নাম। গত বছর উইলিয়ামসনের নেতৃত্বে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলো ব্ল্যাকক্যাপসরা। সফলতা পাওয়ার পরও নিজে নেতৃত্ব ছেড়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়াটাই ভালো মনে করেই নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন।
ঢাকা, ১৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: