
স্পোর্টস লাইভ: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। রবিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এদিকে ইনজুরির কারণে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল।
এই ম্যাচের একাদশে বাংলাদেশ খেলতে নেমেছে তিন পেসার নিয়ে। উদ্বোধনী জুটিতে লিটন দাস, এনামুল হক বিজয়ের সঙ্গে বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় একাদশে অভিষেক হচ্ছে পেসার কুলদ্বীপ সেনের।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ সেন
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।
প্রসঙ্গত, এখন অবধি ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: