Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোনালদোকে ফিরিয়ে দিল পিএসজি!

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ২৩:৪০

রোনালদো

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেষ্টা চালাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবর জানাজানি হওয়ার পরই বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী হয়েছে। চেলসি, স্পোর্টিং লিসবনের মতো ক্লাবগুলো রোনালদোকে দলভুক্ত করতে চায়। বায়ার্ন মিউনিখও রোনালদোর ব্যাপারে আগ্রহী এমন খবর বের হলেও এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে তারা।

এবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও হেঁটেছে বায়ার্নের পথে। তারাও রীতিমত রোনালদোর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) নিজে থেকেই এজেন্টের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানাচ্ছে, ফরাসি ক্লাবটি রোনালদোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রোনালদোর এজেন্ট মেন্ডেস পিএসজির নতুন ক্রীড়া পরিচালক লুইস কাম্পাস এবং সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে রোনালদোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচিত এই এজেন্টের মাধ্যমে একাধিক খেলোয়াড় দলে ভিড়িয়েছে পিএসজি। ফলে তাদের সাথে মেন্ডেসের ঘনিষ্ট সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোর প্রস্তাবের বিষয়ে পিএসজিকে রাজি করাতে পারেননি তিনি। পিএসজি মনে করছে, এই মুহূর্তে রোনালদোকে তাদের প্রয়োজন নেই। একই সঙ্গে ক্লাবের পক্ষে তাদের আর খেলোয়াড়দের মোট পারিশ্রমিক বাড়ানোও সম্ভব নয়।

এদিকে, রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেছেন, 'এবারের মৌসুমে আমরা রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছি, এটাই শেষ কথা। আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। সে বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় ভালো করেই আছে। আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই।'

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ