teletalk.com.bd
thecitybank.com
[email protected] ঢাকা | বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন দানি আলভেজ

Md Akramuzzaman | প্রকাশিত: ১৬ জুন ২০২২ ১৬:৩৭

প্রকাশিত: ১৬ জুন ২০২২ ১৬:৩৭

দানি আলভেজ

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনোয় দানি আলভেজের দ্বিতীয় অধ্যায়েরও সমাপ্তি হতে চলেছে বর্তমান চুক্তি শেষেই। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ব্রাজিলিয়ান এই তারকা নিজেই দিয়েছেন বার্সা ছাড়ার ঘোষণা।

গতবছরের নভেম্বরে বার্সেলোনার বাজে সময়ে হাল ধরতে ফ্রি ট্রান্সফারেই বার্সেলোনায় এসেছিলেন আলভেজ। জাভি হার্নান্দেজের অধীনে কাতালানদের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর ছিলেন ছয় বছর পর দলে ফেরা এ রাইট ব্যাক।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনায় থাকতে চান আলভেজ। কিন্তু বার্সেলোনার ভাবনা ভিন্ন। তারা চেলসি থেকে সিজার আজপিলিকুয়েতাকে দলে নিতে চাইছে।

এছাড়া আগে থেকেই রাইট ব্যাক পজিশনে আছেন তরুণ সার্জিনো ডেস্ট। যে কারণে আজপিলিকুয়েতারকে দলে নেওয়ার জন্য আলভেজকে ছেড়ে দিতে চাইছে বার্সেলোনা। এ কারণে নিজ থেকেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আলভেজ।

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: