Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কে হচ্ছে জাতীয়দলের পরবর্তী কোচ!

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ০৪:১৯



স্পোর্টস লাইভ: চন্ডিকা হাথুরুসিংহ বিদায় নেয়ার পর থেকে নতুন কোচ নিয়ে বেশ চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে রিচার্ড পাইবাস পরবর্তী কোচের দায়িত্ব নেয়ার ব্যাপারে সাক্ষাতকার দিয়ে গেছেন। তবে চূড়ান্ত হয়নি এখনো।

অবশ্য আসন্ন সিরিজের জন্য জাতীয় দলের কোচ অত্যাবশ্যকীয় হয়ে উঠেছিল। আর তাই দলের তিন ফরম্যাটের তিন অধিনায়কের সঙ্গে বৈঠক হয়েছে বিসিবির। আজ দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে ওয়ানডে অধিনায়ক মাশরাফি, টেস্ট অধিনায়ক মুশফিক ও টি-২০ দলের অধিনায়ক সাকিবের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সহ অন্য পরিচালকরা। বৈঠক শেষে জানা গেছে, আগামীকাল রোববার বিদেশী কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এর মধ্যে যদি বিদেশী কোচ না পাওয়া যায় তাহলে অন্তবর্তীকালীন তথা দেশী কোনো কোচের দায়িত্বে পরবর্তী সিরিজ পরিচালনার ব্যাপারে বিসিবির সঙ্গে সম্মত হয়েছেন তিন অধিনায়ক।

এ বিষয়ে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, আগামীকাল রোববার চূড়ান্ত কোচের নাম ঘোষণা করা হবে। তবে আসন্ন সিরিজের আগে বিদেশী কোচ না পাওয়া গেলে দেশী কোচের ব্যাপারে তিন অধিনায়ক সম্মত হয়েছেন।

 

ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ