Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে ঢাকা

প্রকাশিত: ৯ ডিসেম্বার ২০১৭, ২০:৪০

 

স্পোর্টস লাইভ: টুর্নামেন্টে আগের দুই দেখাতেই ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ জিততে পারল না আসল সময়ে। ফাইনালে উঠার ম্যাচে সাকিবদের কাছে পাত্তাই পায়নি তামিমরা। ব্যাটসম্যানরা ঢাকাকে পাইয়ে দিয়েছিলেন বিশাল সংগ্রহ। ওই পূঁজি নিয়ে বোলাররা তেতে উঠে গুড়িয়ে দিয়েছেন কুমিল্লার ইনিংস।

লীগে দু’বার যাদের কাছে হার সেই কুমিল্লাকে শোচনীয় হারের স্বাদ দিয়ে ফাইনালে উঠে গেল ঢাকা ডায়নামাইটস। প্রথম দেখায় চার উইকেটে আর ফিরতি দেখায় চট্টগ্রামে ১২ রানে জিতেছিল কুমিল্লা। শুক্রবার টসে জিতে যখন ব্যাটিং নিলেন সাকিব আল হাসান তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাই অবাক হন তাদের সহজ জয়ে। ঢাকার ১৯১ রানের জবাবে কুমিল্লা অলআউট হয়ে গেল মাত্র ৯৬ রানে। ফলে হারের ব্যবধানটা ৯৫ রান।

এ আসরে এটিই দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ঢাকাই ৯৯ রানে হারায় রাজশাহী কিংকে। ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে কুমিল্লার ফাইনালে খেলার সুযোগ এখনো আছে। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি হবে তারা।

তামিম ইকবাল ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেনি। ২৮ বলে ৩১ রান করেছিলেন তামিম। ঢাকা ডায়নামাইটসের পক্ষে শহিদ আফ্রিদি ১৬ রানে ৩টি, সাকিব ১৮ আর মোসাদ্দেক ২৪ রানে দুটি করে উইকেট নেন। আবু হায়দার রনি ও সুনিল নারাইন নেন একটি করে উইকেট। সাকিবের মোট উইকেট দাঁড়ালো সর্বাধিক ২১টি। কুমিল্লার টার্গেট ১৯২।

১৯১/৭ সংগ্রহ নিয় ইনিংস শেষ করলো ঢাকা ডায়নামাইটস। কাইরন পোলার্ড ১৮ বলে ৩১ ও শহীদ আফ্রিদি ১৯ বলে করেন ৩০ রান। আরো একবার ব্যাট হাতে ঢাকা ডায়নামাইটসকে উড়ন্ত সূচনা এনে দেন এভিন ল্ইুস। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নিজের উইকেট দেয়ার আগে ৩২ বলে ৪৭ রান করেন এ ক্যারিবীয় ওপেনার। এতে ১০ ওভার শেষে ঢাকা ডায়নামআটিসের সংগ্রহ দাঁড়ায় ৯৫/২-এ। দলীয় ১১ রানে উইকেট খোয়ান ঢাকার স্বদেশি ওপেনার মেহেদী মারুফ।

চলতি আসরে সর্বাধিক ৩৮১ রান সংগ্রহ লুইসের। রংপুর রাইডার্সের ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার সংগ্রহ দ্বিতীয় সর্বাধিক ৩৬৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে ব্যাটিং বেছে নেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। মোহাম্মদ আমিরের পরিবর্তে ডায়নামাইটস দলে সুযোগ নিয়েছেন শহিদ আফ্রিদি। আর কুমিল্লা দলে ফিরেছেন তামিম ইকবাল ও ডোয়েইন ব্রাভো।


ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ