Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৭ বলের ওভারকে অনিচ্ছাকৃত ভুল বললেন বিসিবি

প্রকাশিত: ৫ ডিসেম্বার ২০১৭, ০০:২০



স্পোর্টস লাইভ: ৭ বলে ওভার! ক্রিকেটে এমন বিষয় শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ চলমান বিপিএলের ৩১তম ম্যাচে ঘটেছে এমনই ঘটনা। ঐ ম্যাচে রংপুর রাইডার্সের ইনিংসের ষোলোতম ওভারে ৭ বলে এক ওভার হয়েছে। সিলেটের পেসার কামরুল ইসলাম রাব্বিকে দিয়ে ওভারে এক বল বেশি করান ম্যাচের আম্পায়ার।

এমন ঘটনার পর ক্রিকেট অঙ্গনে ওঠে সমালোচনার ঝড়। সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে, এমনকি এই ম্যাচ নতুন করে আয়োজিত হলে এতেও নিজেদের মানসিক প্রস্তুতির কথা জানায়। সিলেটের সমর্থকরা ৭ বলে ওভারের প্রতিবাদে বিক্ষোভও করেছেন। বুঝাই যাচ্ছে, ব্যাপারটি গড়িয়েছে অনেকদূর।

তবে অবিশ্বাস্য ও অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটিকে এখনও অনিচ্ছাকৃত অর্থাৎ ভুল হিসেবেই দেখছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আজকে সিলেটের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের সিইওর সভা অনুষ্ঠিত হেয়েছে।

তিনি বলেন, ‘৭ বলের ব্যাপারটি দুই রকম হতে পারে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত হলে শাস্তি এক ধরনের। আর অনিচ্ছাকৃত হলে বিবেচনা হবে ভিন্নভাবে। আমরা সিলেটের সঙ্গে কথা বলেছি। তাদেরও মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল। তবে ইচ্ছাকৃত হলে অ্যান্টি করাপশন আসবে।

মল্লিক আরও বলেন, ‘যদিও আমরা এটাকে আম্পায়ারের ভুল হিসেবেই দেখছি। আমরা আম্পায়ার্স কমিটির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

তবে সিলেটের সমর্থকদের দাবি অনুযায়ী এই ম্যাচ আবারও আয়োজনের সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি, ‘আইসিসির আইনের বাইরে কেউ যেতে পারবে না। একটা ভুলকে ভুল হিসেবেই ধরা হবে। এখানে রিম্যাচ করা বা ভুল শোধরানোর কোনও সুযোগ নেই।’

চলমান বিপিএলে আম্পায়াররা বারবারই দাঁড়াচ্ছেন কাঠগড়ায়। ভুল সিদ্ধান্ত দিয়ে খেলোয়াড়দের রোষানলে পড়ছেন তারা। আবার খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়ে পাচ্ছেন শাস্তি। এ প্রসঙ্গে মল্লিক বলেন, ‘বিপিএল দেশের সেরা আম্পায়াররা পরিচালনা করছেন। তারা আইসিসির ম্যাচেও থাকেন।

৭ বলের ওভার কিংবা ভুল এলবিডাব্লিউ বা কট বিহাইন্ডের সিদ্ধান্ত হতেই পারে। আইসিসির ম্যাচেও বল গুনতে ভুল হয়। ভবিষ্যতে এমন ভুল যেন না হয় সেজন্য আম্পায়ারদের আরও সতর্ক করার পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’


ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ