Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শত রানের গন্ডি পেরুতে পারল না রংপুর

প্রকাশিত: ২ ডিসেম্বার ২০১৭, ২২:৩৫

 

স্পোর্টস লাইভ: রংপুর রাইডার্স। নিজেদের শেষ দুই ম্যাচ জিতে দুরন্ত ফর্মের আভাস দিয়েছিল বটে। বিপিএলের এ দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামদের মতো বাগা-বাগা প্লেয়ার। তার পরও আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দলটি অলআউট হয়েছে মাত্র ৯৭ রানে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল রংপুর। জিয়াউর রহমানকে নিয়ে আজ ওপেন করতে নেমেছিলেন গেইল। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা বোলিং করে ২২ রানে ৪ উইকেট নেন কুমিল্লার স্পিনার মেহেদী হাসান।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই গেইলের উইকেট ছত্রখান! সেটা আবার গেইলেরও প্রথম বল। সেই ওভারের পঞ্চম বলে জিয়াউরকেও তুলে নিয়ে রংপুরকে ভীষণ বিপদে ফেলে দেন মেহেদী। কিন্তু এখানেই থেমে যাননি।

১০.২ ওভারে রংপুরের সর্বোচ্চ স্কোরার ম্যাককালামকেও (২৪) বোল্ড আউট করেন মেহেদী। টি-টোয়েন্টির অন্যতম মারকুটে দুই ব্যাটসম্যান গেইল-ম্যাককালামকে এর আগেও ভুগিয়েছিলেন মেহেদী। সে ম্যাচে ম্যাককালামের উইকেট পেলেও গেইলকে তুলে নিতে পারেননি। তবে দারুণ বোলিং করেছিলেন।

আজ নাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং ফিগার তুলে নেন মেহেদী। রংপুরের হয়ে ম্যাককালামের পর দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু মোহাম্মদ মিথুন (১৭) ও সোহাগ গাজি (১২)। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

 

 

ঢাকা, ০২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ