Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দল হারলেও র‌্যাংকিংয়ে উন্নতি মুমিনুল-মাহমুদউল্লাহর!

প্রকাশিত: ৪ অক্টোবার ২০১৭, ০৪:৫০

 

স্পোর্টস লাইভ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রম টেস্টটা হারলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রথম ইনিংসের দুই হাফসেঞ্চুরিয়ান মুমিনুল হক আর মাহমুদউল্লাহ রিয়াদের। 

পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে ৩২০ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। সেটাও মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন মাহমুদউল্লাহ। 

মঙ্গলবার প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে এই পারফম্যান্সের পুরস্কার পেয়েছেন টাইগার দলের এই দুই ব্যাটসম্যান। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন মুমিনুল। মাহমুদউল্লাহ এগিয়েছেন দুই ধাপ। বর্তমানে তিনি আছেন ৫২ নম্বরে। 

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে না খেললেও টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামের। একধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। 

টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি শীর্ষে।

 

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ