Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৪২৪ রানের টার্গেট পেল টাইগাররা

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৭, ০১:০৯

 

স্পোর্টস লাইভ: পচেফস্ট্রম টেস্টে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪২৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে প্রথম ইনিংস থেকে ১৭৬ রানে লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ৩২০ রানে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে লিড পায় ১৭৬ রানের।

দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করে। সব মিলিয়ে তাদের লিড দাঁড়ায় ৪২৩ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৪২৪ রান। 

ব্যাটিংয়ে দ্যূতি ছড়ানোর পর বল হাতেও আলো ছড়ান মুমিনুল হক। তিনি ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ২টি মোস্তাফিজ এবং ১টি লাভ করেন শফিউল ইসলাম।

 

ঢাকা, ০১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ