Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফিরলেন রিয়াদ, নেই সাকিব-নাসির

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৭, ০২:৩৭

 

স্পোর্টস লাইভ: দক্ষিণ আফ্রিকা সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরকারীদের দু’ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া তার সাথে দলে প্রত্যাবর্তন ঘটেছে শুভাশীষ রায় ও রুবেল হোসেনেরও। অন্যদিকে, দল থাকে বাদ পড়েছেন ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা নাসির হোসেন। 

অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত টেস্ট সিরিজের এই দলে। মূলত, তার অনুরোধের ভিত্তিতেই টানা ক্রিকেটের মধ্যে থাকা সাকিবকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। 

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে ছিল তিন পেসার তবে দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে এবার দলে নেওয়া হয়েছে আরো দু’জন অতিরিক্ত বোলার। যারফলে স্কোয়াডে আবারো ডাক পেয়েছেন রুবেল হোসেন ও শুভাশীষ রায়। অন্যদিকে, পেসারদের আধিক্যর ভীরে মাত্র দু’জন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। 

অর্ফফর্মের বেড়াজালে ঘুরপাক খেতে থাকলেও এই সিরিজেও ইমরুল কায়েস আর সৌম্য সরকারের উপর আথা রেখেছেন নির্বাচকরা। দলে রয়েছেন সাব্বির রহমানো। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজে এনামুল হক ফিরছেন বলে জোড়ালো গুঞ্জন শুনা গেলেও অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে লিটন দাশকে। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর পর শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ২১ থেকে ২৩শে সেপ্টেম্বর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-তামিমরা। এরপর শুরু হবে স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাদা পোশাকের লড়াই। 

দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ টেস্ট দলঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

 

ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ