Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে কারণে জরিমানা গুনতে হয়েছে তামিমকে

প্রকাশিত: ১ সেপ্টেম্বার ২০১৭, ০২:৫৮

 

স্পোর্টস লাইভ: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শুধু ব্যাটে-বলের লড়াই হয়নি, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কথার লড়াইও হয়েছে বেশ। 

যার ফলে আইসিসির আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘনের অভিযোগে তামিম ইকবালকে তার ম্যাচ ফি এর ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। 

পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। পরবর্তী ২৪ মাসের মধ্যে তামিম আরো দুটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন। 

ঢাকা টেস্ট শেষে তামিম ইকবালের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ জমা দেন আলিম দার ও নাইজেল লং। তাদের সমর্থন করেন তৃতীয় আম্পায়ার ইয়ান গোল্ড ও চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান।

তারা সেখানে উল্লেখ করেন চতুর্থ দিনের প্রথম সেশনে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার গ্লাভস পরিবর্তন করেন। এ বিষয়ে তামিম আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান। বিষয়টিকে ভালোভাবে নেননি আম্পায়ররা। 

এ ছাড়া ম্যাথু ওয়েড আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অখেলোয়াড়সুলভ অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ এনেছেন আম্পায়াররা।

 

ঢাকা, ৩১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ