Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে কারণে সাকিবের ‘আক্ষেপ’

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৭, ০৩:৪৩

 

স্পোর্টস লাইভ: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ খেলছিলেন সাকিব আল হাসান । তবে মিরপুরে  চা বিরতির আগে খেই হারান সাকিব। এতে মিস করলেন সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থেকে আউট হয়েছেন সাকিব আল হাসান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে কাছে গিয়েও একটি মাইলফলক স্পর্শ না করতে পারেননি। তাহলে হয়তো ৫০তম ম্যাচের প্রথম ইনিংসটা হতো আরও উজ্বল। যা করেছেন তা নিয়ে তৃপ্ত থাকলেও সেঞ্চুরি করতে না পেরে আক্ষেপ আছে সাকিবেরও। 

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরি করতে না পারায় আক্ষেপ আছে কি না জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‌‘আক্ষেপ থাকবে। করতে পারলে ভালো হতো। যতটা করতে পেরেছি তাতে তৃপ্ত। তবে অবশ্যই আরও কিছু করতে পারলে আরও খুশি হতাম।’ 

দিনশেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে ৩ উইকেটে ১৮ রান। সোমবার দ্বিতীয় দিনে কি পরিকল্পনা নিয়ে খেলবেন? জানতে চাইলে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‌‘ম্যাচের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে কালকে একটা নতুন দিন, আমাদের আরও সাতটা উইকেট নিতে হবে। সুতরাং সেটাও আমাদের মাথায় আছে। এ ছাড়া ওদের ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। যেহেতু টেস্ট ম্যাচ। প্রতিটি দিনেই নতুন নতুন পরিস্থিতি আসে। সেগুলো ঠিকভাবে সামলানো জরুরি।’ 

সাকিব ছাড়াও বাংলাদেশে ২৬০ রানের ইনিংসে তামিম ইকবাল করেছেন ৭১ রান। ১০ রানে ৩ উইকেট পতনের পর এই দুজনের ১৫৫ রানের জুটিতে ভর করেই সামনে এগিয়েছিল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের পক্ষে এটি চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। 

এই জুটি সম্পর্কে সাকিব বলেছেন, ‘অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আমার কাছে মনে হয়, আমরা দুজন খুব ভালোভাবে পরিস্থিতি বুঝে খেলতে পেরেছি। জুটিটা ম্যাচের জন্য জরুরি ছিল। কন্ডিশনের দিক থেকে বিবেচনা করলে খুব ভালো ছিল। প্রথম সেশন যাওয়ার পর আমরা আরও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে দুটি বল লাফিয়ে উঠেছিল। ওই জন্যই আমাদের উইকেট দুটি হারাই।’

 

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ