Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিপিএলে মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্স

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ২২:০৮

 

স্পোর্টস লাইভ: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের নেতৃত্বে দেবেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। 

শুক্রবার সন্ধ্যায় মাশরাফির সঙ্গে এ বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছে রংপুর। এরপরই দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

ফ্রাঞ্চাইজিটি মাশরাফির কথা ঘোষণা করতে গিয়ে জানায়, ‘আমরা গর্বিত যে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আমাদের আইকন ক্রিকেটার। একই সঙ্গে তিনি দলের অধিনায়কও।’ 

মাশরাফির নেতৃত্বে একটি দুর্দান্ত দল গঠন করার লক্ষ্য রংপুরের। শুধু তাই নয়, প্রথমবারের মত বিপিএলের শিরোপাও জিততে চায় ফ্রাঞ্চাইজিটি। রংপুরের ফ্রাঞ্চাইজিটির মালিকানাও বদল হয়েছে এবার। গত মে মাসেই মালিকানা বদলে বসুন্ধরা গ্রুপের হাতে এসেছে রংপুর রাইডার্স। 

শিরোপার স্বাদ পেতে এরই মধ্যে রংপুর রাইডার্স দলে নিয়েছে ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, থিসারা পেরেরার মতো ক্রিকেটারদের। এছাড়া ডেভিড ওযার্নার ও ক্রিস মরিসও রংপুরের হয়ে খেলতে পারেন বলে গুঞ্জন চলছে। 

বিপিএলে এখনও পর্যন্ত চার আসরের মধ্যে তিন আসরেরই বিজয়ী অধিনায়ক হলেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকাকে দু’বার এবং কুমিল্লাকে একবার শিরোপা উপহার দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের হয়েও ঈর্ষনীয় সাফল্য মাশরাফির। জাতীয় দলকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন ২৩টিতেই।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ