Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে কারণে সমালোচনার মুখে ইনজামাম

প্রকাশিত: ৮ জুলাই ২০১৭, ০১:০৫

 

স্পোর্টস লাইভ: পাকিস্তান প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এতে পাকিস্তান ক্রিকেট জগতে চলছে আনন্দের বন্যা। এর সঙ্গে শুরু হয়েছে পুরস্কারের ঝড়। 

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ট্রফি জয়ের সুবাদে বোনাস জমা পড়েছে কোচ-নির্বাচক-খেলোয়াড়দের ঝুলিতে। পুরস্কারের ঘোষণা আসছে নির্বাচকদের জন্যও। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী দলের সব সদস্যকে পুরস্কৃত করেছেন। দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককেও এক কোটি রুপি পুরস্কার দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ইনজামাম-উল-হককে এ বিশাল অংকের পুরস্কার দেয়ায় অনেকে তার সমালোচনা করছেন। 

সমালোচকরা বলছেন, দলের অন্য নির্বাচকদের মাত্র ১০ লাখ রুপি করে দেয়া হয়েছে, আর ইনজামামকে ১০ গুণ পরিমাণ অর্থ দেয়া হয়েছে। 

সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম বলেছেন, ‘প্রধান কোচ ও অন্য স্টাফরা যেখানে ৫০ লাখ করে পাচ্ছেন, সেখানে প্রধান নির্বাচককে এই বিপুল অর্থ দেয়ার কোনো মানে হয় না। আবার প্রধান নির্বাচক ও অন্যদের মাঝেও বৈষম্য করা হলো কেন?’ 

আরেক সাবেক প্রধান নির্বাচক মহসিন হাসান খান বলেন, ‘দল ভালো করলে নির্বাচকদের আর্থিক পুরস্কার দেয়া শুরু হলো কবে থেকে?’ 

লাহোরের এক প্রভাবশালী ব্যক্তি যিনি ইনজামামের অনেক ঘনিষ্ঠ, তার প্রভাবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গুঞ্জন চলছে।

 

ঢাকা, ০৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ