Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সরাসরি বিশ্বকাপে খেলবে টাইগাররা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৭, ০১:০৫

 

লাইভ প্রতিবেদক: সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির র‌্যাংকিংয়ে সেরা আটে নিজেদের অবস্থান নিশ্চিত করে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। 

নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত। তার মতে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপে খেলার জন্য র‌্যাংকিংয়ে বাংলাদেশের যেখানে থাকা দরকার সেখানেই থাকবে। ধানমন্ডিতে নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পাপন। 

পাপন বলেছেন, ‘বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে না। এ কথা আগেও বলা হয়েছে। এখন পর্যন্ত যে হিসেব, তাতে মনে হচ্ছে না যে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে না। সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ এবার সরাসরি খেলবে। এ বিষয়ে আইসিসি যেভাবে পরিকল্পনা করছে, আমরাও সেভাবেই এগোচ্ছি। কারণ, পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’ 

বাংলাদেশের পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা এখন ওয়ানডে সিরিজ খেলছে। ওয়েস্ট ইন্ডিজ খেলছে ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টানা হার এবং র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার হারের কারণে বাংলাদেশ পৌঁছে গেছে আরও নিরাপদ স্থানে। এর ফলে বাংলাদেশের আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিতই। 

২০১৫ সালের বিশ্বকাপ থেকেই ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী। এরপর টাইগারদের হাতে দেশের মাটিতে নাস্তানাবুদ হয়েছে ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। 

গত বছরের অক্টোবরে ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ইংলিশদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পায় আত্মবিশ্বাসী টাইগাররা। 

এছাড়া সম্প্রতি নিউজিল্যান্ড ও শ্রীলংকা সফরেও টাইগারদের ক্ষিপ্রতা দেখেছে ক্রিকেট বিশ্ব। শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজের কোনোটিতেই হারেনি টাইগাররা। 

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও নিউজিল্যান্ডের সঙ্গে ট্রফি ভাগ করে বাংলাদেশ। 

আর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 

এই ধারাবাহিকতায় র‌্যাংকিংয়ের ৭ম অবস্থানে থেকে বিশ্বকাপের সরাসরি টিকিট আদায় করে নিয়েছেন মাশরাফি-তামিমরা।

 

ঢাকা, ০২ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ