Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে বিজ্ঞাপনে চটেছেন বুমরাহ

প্রকাশিত: ২৫ জুন ২০১৭, ০৩:৫৪

 

লাইভ প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জেতে পাকিস্তান। আর ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক নো বল করেই বিশ্বজুড়ে আলোচনায় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।

তার এই নো বলের কল্যাণে ব্যাট হাতে দুর্দান্ত এক শতক তুলে নেন ফকর জামান। কারণ ৩ রানে বুমরার নো বলে বেঁচে যান এই তারকা। ফাখর জামানে দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে কাপ জয় করে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। 

ফাইনালে বুমরাহর সেই নো-বলের ছবি কাজে লাগিয়েছে ভারতের পুলিশ। মানুষকে সচেতন করতে ভারতের জয়পুরে ব্যবহার করা হচ্ছে বুমরাহের নো-বলের ছবি সংবলিত বিলবোর্ড। বুমরাহর নো-বলের ছবির এক পাশে লেখা আছে ‘সীমারেখা অতিক্রম করবেন না, আপনি জানেন এর চড়া মূল্য দিতে হবে।’ 

বুমরাহর নো-বলের কারণে যেমন ভারতকে চড়া মূল্য দিতে হয়েছে তেমনি ট্রাফিক আইন না মানলেও চড়া মূল্য দিতে হবে, এমনটাই বোঝানো হয়েছে বিলবোর্ডের মাধ্যমে। 

এই বিজ্ঞাপন প্রচার করার পর থেকেই সোশ্যাল সাইটে তার ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। যদিও জয়পুর পুলিশ লিখেছে, ‘বুমরাহ, আপনি তরুণদের আইকন। আমাদের সবার প্রেরণা।’ কিন্তু এতেও কাজ হয়নি। বেজায় চটেছেন ২৩ বছর বয়সী স্পিডস্টার। 

তিনি টুইটারে বিজ্ঞাপনটির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাবাস জয়পুর ট্রাফিক পুলিশ! এর দ্বারা বোঝা যাচ্ছে দেশের হয়ে সেরাটা দেওয়ার পর আপনার জন্য কতটা সম্মান অপেক্ষা করছে!’ 

এরপর আরও একটি টুইটে তিনি লিখেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই; চিন্তার কারণ নেই। আপনারা নিজেদের কর্মস্থলে যেসব ভুল করেন, সেটি নিয়ে মজা করব না। আমি বিশ্বাস করি, মানুষ মাত্রই ভুল করে।’ 

অবশ্য পরে বুমরাহ তার টুইট দুটি মুছে দেন। এদিকে জয়পুর পুলিশ বুমরাহর এই টুইটের জবাবে লিখেছিল, ‘তরুণ পেসারকে অপমান করা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা।’ এনডিটিভি স্পোর্টস।

 

ঢাকা, ২৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ