Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইসিসির সেরা একাদশে তামিম

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০৪:৪৯

স্পোর্টস লাইভ: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই ইতিহাস গড়ার ক্ষেত্রে তামিম ইকবালের অবদান রয়েছে। 

দলের এই সাফল্যের অবদান রাখার পুরস্কারও পেয়েছেন তিনি। তারই স্বীকৃতিতে আইসিসি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফি দলে জায়গা পেলেন তিনি, একমাত্র বাংলাদেশি হিসেবে। একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে তামিম চার ম্যাচে করেছেন ২৯৩ রান। 

রবিবার ভারতের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পরদিন আইসিসি এ প্রতিযোগিতার সেরা ১১ জন নিয়ে দল নির্বাচন করেছে। ফাইনাল খেলা দুই দলের ৭ জন আছেন এখানে। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের রমিজ রাজা ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড এই একাদশ বেছে নিয়েছে। যেখানে শুধু বাংলাদেশের একজনই আছেন। 

চ্যাম্পিয়ন পাকিস্তানের থেকে চারজন- ফখর জামান, জুনাইদ খান, সরফরাজ আহমেদ ও হাসান আলী। এছাড়া ভারত ও ইংল্যান্ড থেকে বাছাই করা হয়েছে তিনজন করে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দলে আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। গ্রুপে বাদ পড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কারও জায়গা হয়নি এ দলে। 

পাকিস্তানকে প্রথম চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সরফরাজ দলটির অধিনায়ক। 

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি দল- শিখর ধাওয়ান, ফখর জামান, তামিম ইকবাল, বিরাট কোহলি, জো রুট, বেন স্টোকস, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আদিল রশীদ, জুনাইদ খান, ভুবনেশ্বর কুমার, হাসান আলী ও কেন উইলিয়ামসন (দ্বাদশ)। সূত্র- আইসিসি

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ