Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১৯ জুন ২০১৭, ০৪:৩৪

 

স্পোর্টস লাইভ: প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তারা এই শিরোপা অর্জন করে। 

গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। টুর্নামেন্টের শেষ ম্যাচে, শিরোপা জয়ের অন্তিম লড়াইয়েও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। আর সেখানে আগের ম্যাচে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিয়েছে পাকিস্তান। 

টপ ফেভারিট ভারত তাদের কাছে কোনো পাত্তাই পেলো না। ৩৩৮ রানের জবাবে ১৫৮ রানে অলআউট ভারত। জয়ের ব্যবধান ১৮০ রান। সর্বোচ্চ ৭৬ রান করেন হারদিক পান্ডিয়া। মোহাম্মদ আমির ১৯ রানে আর হাসান আলী ১৬ রানে তিন উইকেট নিয়ে ভারতকে গুড়িয়ে দেন। টস হেরে ব্যাট করতে নেমে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য দিয়ে ভারতকে ৩০.৩ ওভারে ১৫৮ রানেই অলআউট করে দিল পাকিস্তান।

কেদারের বিদায়ে ভারতের সংগ্রহ ৭২/৬। অল্পতে উইকেট খোয়ালেন কেদার যাদবও। এতে ১৭ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭২/৬-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে কমবয়সী পাইনালিস্টের রেকর্ডটি শাদাব খানের। আর ১৮ বছর বয়সী পাকিস্তানি এ লেগ স্পিনারের ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান যুবরাজ সিং।  আর মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরে ফেরান হাসান আলী। এর আগে আসরের সর্বাধিক রান সংগ্রাহক শিখর ধাওয়ানকেও সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। পাকিস্তানি এ পেসারের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন শিখর ধাওয়ান। এতে ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৩/৩-এ। এর আগে মোহাম্মদ আমিরের ডেলিভারিতে সিøপে দেয়া বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন আজহার আলী। তবে লাইফটা কাজে লাগাতে পারেননি ভারত অধিনায়ক। পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে  ফেরেন বিরাট কোহলি। এতে ২.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬/২-এ। ইনিংসের মাত্র তৃতীয় বলেই উইকেট খোয়ান আসরে ভারতের সফল ব্যাটসম্যান রোহিত শর্মা। পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমিরের ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে জড়ান এ ভারতীয় ওপেনার। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পাকিস্তান দলের বাইরে ছিলেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।

 

ঢাকা, ১৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ