Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টাইগারদের আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেবেন না ডমিঙ্গো

প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০২২, ০৬:৩১

ফাইল ছবি

স্পোর্টস লাইভ: গোটা বিশ্বই এখন কাতার বিশ্বকাপ জ্বরে কাঁপছে। টুর্নামেন্টও দাঁড়িয়েছে রোমাঞ্চকর এক জায়গায়। আজ রাত একটায় শুরু হবে আর্জেন্টিনা-ক্রোয়োশিয়া সেমিফাইনাল। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারেরই প্রিয় দল আর্জেন্টিনা।

সেমিফাইনালের এমন হাইভোল্টেজ ম্যাচ হয়তো মিস করতে চাইবে না সাকিব-মুশফিক-লিটনরা। তবে এবার সেই সুযোগটি পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা।

কারণ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের কয়েক ঘন্টা পরেই মাঠে নামতে হচ্ছে তাদের। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেই ভোর ৩টা বেজে যাওয়ার কথা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলে শেষ হতে দেরি আরও। সকাল সাড়ে নয়টায় শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট।

তাই ক্রিকেটাররা খেলা দেখলে হতাশই হবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। যদি কেউ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার খেলা দেখে তা 'স্টুপিড' এর পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

আর্জেন্টিনার খেলা দেখা থেকে 'অলিখিত নিষেধাজ্ঞা' জারি করে ডমিঙ্গো বলেন, 'তাদেরকে দ্রুত ঘুমাতে যেতে হবে। খুব সহজ কথা। রাতের তিনটায় ফুটবল ম্যাচ দেখে পরদিন সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলার ভাবনা হবে স্টুপিড। আমি খুবই হতাশ হবো যদি তারা এই কাজটা করে।'

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। তাদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগেও বিশ্বকাপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে সেলেসাওরা। এখনও টিকে আছে আর্জেন্টিনা। শোনা যায়, তৃতীয় ওয়ানডের আগেও নাকি ক্রিকেটাররা একসঙ্গে হয়ে ম্যাচ দেখেছেন।

ঢাকা, ১৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ