Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
কাতার বিশ্বকাপের প্রথম...

লালকার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০২২, ০৮:০৭

লালকার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি

লাইভ ডেস্ক: ফিফা বিশ্বকাপে এই পর্যন্ত হলুদ কার্ড হজম করেছেন অনেক খেলোয়ার। কিন্তু এই সর্বপ্রথম লালকার্ড পেলেন ওয়েলস ফুটবল দলের গোলরক্ষক ডব্লিউ হেনেসি। শুক্রবার বিকেলের ম্যাচের ৮৬ মিনিটের মাথায় নিজের সীমানা থেকে বেরিয়ে এসে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় তাকে এ লালকার্ড হজম করতে হয়।

খেলার ওই মুহূর্তে ইরান ফুটবল দলের স্ট্রাইকার মেহেদী তারেমি বল দখল করতে গেলে ওয়েলসের গোলরক্ষক হেনেসিও এগিয়ে আসেন। এসময় তিনি ডিবক্স থেকে অনেকখানি বেরিয়ে এলে তারেমির সঙ্গে তার সংঘর্ষ হয়। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে আঘাত করে।

এতে মাঠের আম্পায়ার দ্রুত তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) শরণাপন্ন হয়ে লালকার্ড দেখানোর সিদ্ধান্ত জানিয়ে দেন। তবে প্রিমিয়ার লীগ ক্লাব নটিংহ্যামের খেলোয়াড় হেনেসি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক যিনি এ লালকার্ড পেলেন।

এর আগে ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমিলেং এবং ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা প্যাগলুকাকে লালকার্ড হজম করতে হয়।

লালকার্ডে হেনেসি ফেরার পর ১০ জনের দল নিয়ে শেষ প্রায় ১৫ মিনিট মাঠে কাটিয়েছে ওয়েলস। আর ম্যাচের অতিরিক্ত ৯ মিনিটের শেষ ৩ মিনিটে দুই গোল হজমও করেছে তারা। ফলে ইরান পেয়ে যায় ২-০ গোলের বিরাট একটা জয়।

ঢাকা, ২৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ