Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মুশফিককে নিয়ে বোম ফাটালেন মাশরাফি

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০২২, ০১:২২

মুশফিককে নিয়ে বোম ফাটালেন মাশরাফি

স্পোর্সট লাইভ: আসন্ন ২০২৩ আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) এ ড্রাফট অনুষ্ঠান শেষ হয়। এবারের আয়োজনে সিলেট সিক্সারসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছিল মুশফিকুর রহিমকে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক মাশরাফি। জানিয়েছেন, মুশফিক সবসময় চ্যাম্পিয়ন, সেটা যেকোন ম্যাচে যেকোন সময়।

মুশফিক কে নিয়ে মাশরাফি বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোন ম্যাচে, যেকোন সময়, যেকোন মুহূর্তে…. দেশের জন্য ও সবসময় নিজের সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোন নিশ্চয়তা আছে? একজন খেলোয়ার অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর।’

মুশফিক কে নিয়ে অধিনায়ক মাশরাফি আরো যোগ করেন, ‘খেলোয়াড় হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন মনে হয় এখানের কারো আছে। এমন প্রশ্নের জবাবে আমি বলবো আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’

গত বিপিএলের আসর গুলোতে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি সিলেট দল। এবারের আসরে সিলেটের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এখানে প্রত্যেকটা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। চ্যাম্পিয়নের তো কোন নিশ্চয়তা দেয়া যায় না, এটার নিশ্চয়তা নাইও। যত ভালো দলই করেন না কেন চ্যাম্পিয়নের কোন নিশ্চয়তা নেই। অনফিল্ডে যারা ভালো খেলবে তাদের সুযোগ ভালো থাকবে।’

ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ