Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নারী ক্রিকেটারদের জন্য নতুন কোচ তিলকারত্নে

প্রকাশিত: ২৭ অক্টোবার ২০২২, ০২:৪২

লঙ্কান কোচ হাসান তিলকারত্নে

স্পোর্টস লাইভ: এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হয়ে আসছেন লঙ্কান কোচ হাসান তিলকারত্নে। দুই বছরের চুক্তিতে আগামী ১ নভেম্বর থেকেই বাংলাদেশের হয়ে কাজ শুরু করবেন এই কোচ। বুধবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী।

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে হাসান তিলকারত্নের অধীনে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা নারী দল। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে গেছে লঙ্কান মেয়েরা। কোচ হিসেবে বিসিবির নজর কেড়েছে হাসান। তাই এশিয়া কাপ চলাকালেই তার সঙ্গে প্রাথমিক আলাপ সেরে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেটি চূড়ান্ত রূপ পেল। সামনেই নিউজিল্যান্ড সফর হতে যাচ্ছে বাংলাদেশ দলের হয়ে হাসানের প্রথম অ্যাসাইনমেন্ট।

এর আগে ভারতীয় কোচ অঞ্জু জৈন টাইগ্রেসদের কোচিংয়ের দায়িত্ব সামলিয়েছেন। তার চলে যাওয়ার পর স্থানীয় কোচ মাহমুদ ইমনের অধীনে কাজ চালিয়ে নেয়া হচ্ছিল। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে এবার বিদেশি কোচ নিয়োগ দেওয়া হলো।

১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাসান তিলকারত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তাঁর নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক তিনি।

ঢাকা, ২৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ