Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাবর-লাবুশেনদের চেয়ে এগিয়ে মুশফিক

প্রকাশিত: ২৯ মে ২০২২, ১০:৩৮

মুশফিকুর রহীম

স্পোর্টস লাইভ: সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে নেই তার নাম। তাতে কি? তবে ব্যাটিং গড় বিবেচনায় গত দুই বছরে মুশফিকুর রহীমই সেরা। এ ক্ষেত্রে মারনাস লাবুশেন, বাবর আজম, জো রুটদের মতো ব্যাটাররাও রয়েছেন মুশির পেছনে। ২০২০ সাল থেকে সেরা ব্যাটিং গড়ের একটি পরিসংখ্যান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহীম নিজেই।

তিনি ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ। এ তালিকায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রয়েছেন লিটন কুমার দাস। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ থেকে কমপক্ষে ২০ ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৮.৯৪ গড় মুশফিকের। ২১ ইনিংসে তিন সেঞ্চুরিতে তার সংগ্রহ ১০০২ রান।

তালিকায় দ্বিতীয় স্থানে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মুশির সমান ২১ ইনিংসে তিন শতকে ম্যাথিউস করেছেন ৯৮৫ রান। গড় ৫৪.৭২। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নের অবস্থান তিন নম্বরে। করুণারত্নে ২৬ ইনিংসে ৫৩.৬০ গড়ে ১৩৪০ রান করেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঁচটি।

বর্তমানে টেস্টের নাম্বার ওয়ান ব্যাটার মারনাস লাবুশেন। তবে ব্যাটিং গড়ে মুশফিকের চেয়ে খানিকটা পিছিয়ে তিনি। ২৪ ইনিংসে ৫২.৩৯ গড়ে তিন সেঞ্চুরিতে ১২০৫ রান সংগ্রহ লাবুশেনের। তার পরে রয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম।

বাবর ২৪ ইনিংসে ৫২.০০ গড়ে ১১৪৪ রান করেছেন দুই সেঞ্চুরিতে। গত দুই বছরে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডে জো রুট। রুট ৫২ ইনিংসে ৮ শতকে ৫১.৬৩ গড়ে ২৫৩০ রান করেছেন।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন বাইশ গজে। বিশেষ করে সাদা পোশাকে সময়টা দুর্দান্ত কাটছে লিটনের। ২০২০ থেকে ২৪ ইনিংসে লিটনের ব্যাটিং গড় ৫০.৬২। ডানহাতি এ উইকেটরক্ষক ব্যাটার তিন সেঞ্চুরিতে ১২১৫ রান করেছেন।

গড় বিবেচনায় লিটনের পরে রয়েছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা (৪৭.৫৫), পাকিস্তানের আজহার আলী (৪৫.৪৪) ও ভারতের রোহিত শর্মা (৪৫.২৭)। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান মুশফিক। ঢাকা টেস্টে বিপর্যয়ের মুখে লিটন দাসকে নিয়ে গড়েন বিশ্বরেকর্ড জুটি।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে। লিটন চট্টগ্রামে শতক মিস করেন ১২ রানের জন্য। তবে আক্ষেপ ঘুচান ঢাকায়। যথাক্রমে ১৪১ ও ৫২ রানের ইনিংস উপহার দেন মিরপুরের শেরেবাংলায়। সর্বশেষ টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে লিটনের তিন ধাপ উন্নতি হয়েছে।

১৭ নম্বরে অবস্থান করছেন তিনি। মুশফিক চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। ঢাকা টেস্টে যেমন খেলছেন, তাতে র‌্যাঙ্কিং হালনাগাদ হলে আরও উন্নতি হবে মুশফিক-লিটনের।

২০২০ থেকে টেস্টে সেরা ব্যাটিং গড় খেলোয়াড় ইনিংস রান গড় সেঞ্চুরি....
মুশফিক ২১ ১০০২ ৫৮.৯৪ ৩
ম্যাথিউস ২১ ৯৮৫ ৫৪.৭২ ৩
করুণারত্নে ২৬ ১৩৪০ ৫৩.৬০ ৫
লাবুশেন ২৪ ১২০৫ ৫২.৩৯ ৩
বাবর ২৪ ১১৪৪ ৫২.০০ ২
রুট ৫২ ২৫৩০ ৫১.৬৩ ৮
লিটন ২৪ ১২১৫ ৫০.৬২ ৩

ঢাকা, ২৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ