
স্পোর্টস লাইভ: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্ট খেলবেন না। আগামী ১৩ মে থেকে চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কথা ছিল তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (১১ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি।
টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, সাকিব দুই দিনের (সোম ও মঙ্গলবার) ছুটি নিয়েছেন। আগামী বুধবার (১১ মে) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে সর্বনাশা করোনা সব ভেস্তে দিল।
ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: