
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার আরও একটি ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। সেমিফাইনালে উজবেকিস্তানের প্রতিযোগী আমিরখান সাদিকভকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছেন তিনি।
ইরাকের সুলায়মানিয়ায় হওয়া এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্টে সোমবার আমিরখান সাদিকভের মুখোমুখি হয়েছেন রোমান। যেখানে তিন সেটেই দারুণ লড়াই করেন দুই প্রতিযোগী।
প্রথম সেটে ২৮-২৭ ব্যবধানে জিতে নেন রোমান। দ্বিতীয় সেটেও জেতেন ২৯-২৮ পয়েন্টের জমজমাট লড়াই শেষে। উজবেকিস্তানের প্রতিযোগী সাদিকভ তৃতীয় সেটেও চেষ্টার কমতি রাখেননি। কিন্তু শেষ পর্যন্ত হেরে যান ২৮-২৬ পয়েন্টে। আগামী বুধবার ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে স্বর্ণের জন্য লড়াই করবেন রোমান।
ইরাকের এই এশিয়া কাপে এ নিয়ে চারটি স্বর্ণ জয়ের সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের।ব্যক্তিগত রিকার্ভ এককে রোমানের আগে পুরুষ দলগত রিকার্ভে, রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ঢাকা, ০৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: