Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ২৩:২৭

সাকিব আল হাসান

স্পোর্টস লাইভ: পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটছে সাকিব আল হাসানের। এরই মধ্যে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। সে সিরিজে সাকিব থাকবেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বিসিবি।

তবে পারিবারিকভাবে সাকিব সব সমস্যা থেকে মুক্ত থাকলে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে আসেন সাকিব। দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে।

এদিকে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে জালাল ইউনুস বলেন, 'সাকিব অ্যাভেইলেবল কিনা দুই-এক দিনের মধ্যে তার থেকে জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।'

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ