Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ব্রাজিলের পথে বাংলাদেশের ১১ ফুটবলার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ০১:২১

স্পোটস লাইভ: ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলে অনুশীলন করতে যাচ্ছেন বাংলাদেশের ১১ কিশোর। দেশটির সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবেন তারা।

২০১৮ বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা জুনিয়র। সে সময় বাংলাদেশী ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাবাজারা ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রচেষ্টায় ২০১৯ সালে ৪ কিশোর ব্রাজিলে অনুশীলন করে আসে। এরই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন ১১ জন।

অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেখান থেকেই সেরা ১১ জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে ব্রাজিলে যাওয়ার টিকিট।

ব্রাজিল যাবে যে ১১ কিশোর: মেহেদি হাসান (কুমিল্লা), রনি মিয়া (হবিগঞ্জ), ইয়াসিন আরাফাত (খুলনা), নয়ন হোসেন (যশোর), আবির হাসান (রাজশাহী), অনিক দেববর্মা (হবিগঞ্জ), পাভেল বাবু (গাইবান্ধা), শঙ্কর বাকতি (হবিগঞ্জ), লিয়ন প্রধান (রংপুর), সাব্বির হোসেন (খুলনা), ইমন হোসেন (নাটোর)।

অতিরিক্ত ৪ খেলোয়াড় জিসান শেখ (রাজশাহী), মোস্তাকিম আলী (কুড়িগ্রাম), রিপন হোসেন (খুলনা), নিবাস কুজুর (রাজশাহী)।

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ