Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে কারণে একাদশে নেই তামিম ও শরিফুল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ০১:৩০

স্পোর্টস লাইভ: ডারবান টেস্টে শরিফুল ইসলামের না থাকার বিষয়টি অনেকেরই জানা ছিল। কিন্তু তামিম ইকবালের একাদশে না থাকায় ভক্তদের দু:শ্চিন্তায় ফেলে দিয়েছে। চমকে গিয়েছে সবাই। বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জানিয়েছেন পেটের সমস্যায় ভুগছেন তামিম। অপর দিকে চোটের কারণে নেই শরিফুল।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার প্রস্তুতি ভালভাবেই নিয়েছিলেন তরুণ ক্রিকেটাররা। কিন্তু ম্যাচের দিন সকালেই পেটে অস্বস্তি বোধ করেন তামিম। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড পেটে ব্যথায় ভুগতেছেন তামিম। এ কারণে তাঁকে মেডিকেশন দেওয়া হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হোটেলেই রয়েছেন তামিম।

অপরদিকে ওয়ানডে সিরিজে ভালো করায় টেস্টেও শরিফুলকে নিয়ে আশার আলো তৈরি হয়েছিল। তবে টেস্টের আগেরদিন বাঁধে বিপত্তি। অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করছিলেন এ পেসার। ভবিষ্যতের কথা চিন্তা করেই ঝুঁকি নিতে চায়নি বলে জানিয়েছেন বিসিবির ফিজিও।

এক নজরে বাংলাদেশ দলের একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।


ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ