Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিগার-জাহানারারা দেশে ফিরছেন আগামীকাল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ০০:০৪

স্পোর্টস লাইভ: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বড় স্বপ্ন ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অভিজ্ঞতা সঞ্চয় করাটাই ছিল মূল লক্ষ্য। তবুও নিগারদের প্রাপ্তি কম নয়। প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশ হারায় পাকিস্তানকে। ৯ উইকেটে জয় পান বাংলাদেশের নরীরা। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও অবশ্য হেরেছে বাংলাদেশ।

পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আর কঠিন কন্ডিশনে টানা দুই মাস বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নিয়ে আজ নিউজিল্যান্ড থেকে রওনা দেবে বাংলাদেশের বাঘিনীরা। নিগাররা দেশে এসে পৌঁছাবেন আগামীকাল বুধবার।

এবিষয়ে জানতে চাইলে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী জানান, ‘আগামীকাল বুধবার বাংলাদেশের নারী দল রওনা দেবে। দেশে ফিরবে ৩০ মার্চ, বুধবার। দেশে ফিরে ওরা এক সপ্তাহের ছুটিতে যাবে। এরপর তাদের পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।’

জানা গেছে, দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার খেলায় ফোকাস করতে হবে নারী দলকে। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা মেয়েদের এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে প্রেরণা জোগাবে। বড় দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ বেড়ে যেতে পারে।

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ