Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ইংল্যান্ডের অধিনায়ক থাকতে চান জো রুট

প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৪:০৪

স্পোর্টস লাইভ: ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের পরও ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই থাকতে চান জো রুট। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার নয়, রুটের অধীনে গত বছরের ফেব্রুয়ারি থেকে সর্বশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ১৯৮০ সালের পর ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বাজে পরিসংখ্যান।

জানা গেছে, রুটের অধীনে সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে টেস্ট সিরিজ জিতেছিলো ইংল্যান্ড। এরপর পাঁচটি সিরিজে কোন জয় নেই ইংলিশরদের। গেল বছরটা যাচ্ছেতাই রেকর্ড ছিলো ইংল্যান্ডের। ১৫ ম্যাচে অংশ নিয়ে ৪ জয়, ৯ হার ও ২টি ড্র ছিলো।

এমন হাতাশাজনক পারফরমেন্সের পর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন ঘটে। যার ফলে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্রই। সমালোচনার মুখে পড়েছে রুটের অধিনায়কত্ব।

তবে রুট সরাসরি জানিয়েছেন, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই থাকতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডায় সিরিজের তৃতীয় টেস্ট শেষে রুট বলেন, ‘এই দলকে সামনে এগিয়ে নিতে, আমি এখনও আশাবাদী।’

এসময় তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস দলের সবাই আমার সাথেই আছে। আমি জানি, এখানে ফল প্রয়োজন। কিন্তু আমার মনে হয় না ঐ মুহূর্তটি খুব বেশি দূরে আছে।’ ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলেও, দল ভালো ক্রিকেট খেলেছে বলে মনে করেন রুট।

ঢাকা, ২৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ